Crisis-free veteran actress Saira Banu : সঙ্কটমুক্ত প্রবীণ অভিনেত্রী সায়রা বানু, এখনই নয় অ্যাঞ্জিওপ্লাস্টি

মুম্বই, ৫ সেপ্টেম্বর (হি.স) : সঙ্কটমুক্ত প্রবীণ অভিনেত্রী সায়রা বানু। তাঁকে আইসিইউ থেকে বের করা হয়েছে। অভিনেত্রীর ডায়বেটিস নিয়ন্ত্রণে এলেই করা হবে অ্যাঞ্জিওপ্লাস্টি। হিন্দুজা হাসপাতাল সূত্রে রবিবার এই তথ্য দেওয়া হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে দিন তিনেক আগের সঙ্কটজনক সায়রা বানুকে মুম্বইয়ের এই হাসপাতালে চিকিত্‍সাধীন করা হয়। স্বামী দিলীপ কুমারের মৃত্যুর পর থেকেই অবসাদে ভুগছেন এই অভিনেত্রী। এমন একটি গুজব রটলেও হিন্দুজা হাসপাতাল সেই গুজব উড়িয়ে দিয়েছে।

অভিনেত্রীর চিকিত্‍সক নীতিন গোখলে বলেন, ‘সায়রাজি অবসাদে ভুগছেন না। এমনকি তাঁর অবস্থা সঙ্কটজনক। তাই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়নি এই খবর ঠিক নয়। আমরা ওঁর ডায়বেটিস নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তারপরেই অ্যাঞ্জিওপ্লাস্টি হবে। তাই অভিনেত্রী চিকিত্‍সকদের সঙ্গে সহযোগিতা করছেন না। এই তথ্য ভুল।’
এদিন সকালেই সায়রা বানু এবং প্রয়াত দিলীপ কুমারের মুখপাত্র ফয়জল ফারুকি বলেন, ‘সায়রাজির চিকিত্‍সক নীতিন গোখলে বলেছেন অভিনেত্রীর বাম ভেন্ট্রিকুলারে সমস্যা রয়েছে। তাই ওঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে। কিন্তু সেটা জরুরি নয়। তাই চিকিত্‍সক যা বলবেন, আমরা সেটাই করব। আপাতত তিনি সুস্থ এবং দিন কয়েকের মধ্যে বাড়ি ফিরবেন।’