নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। ত্রিপুরা জুটমিল শ্রমিক কর্মচারী, ডাই ইন হারনেস ও পেনশনার সমূহের যৌথ আন্দোলন কমিটির আহ্বানে শনিবার হাপানিয়া জুট মিল গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। কনভেনার ধনমনি সিং এর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন আন্দোলন সংগঠিত করা হয়। জুটমিল কর্মচারী ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন। শনিবার বাধারঘাটের হাঁপানিয়ায় জুট মিলের মূল ফটকের সামনে প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করা হয়।ত্রিপুরা জুটমিল শ্রমিক কর্মচারী, ডাই ইন হারনেস ও পেনশনার সমূহের যৌথ আন্দোলন কমিটির আহ্বানে তারা প্রতিবাদ-বিক্ষোভ আন্দোলনে শমিল হন।
কনভেনার ধনমনি সিং স্পষ্টভাবে জানিয়ে দেন সরকার তাদের দাবি মেনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন। তিনি জানান তৃপুরা হাই কোর্ট তাদের পক্ষেই রায় দিয়েছে। অথচ রাজ্য সরকার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ ব্যাপারে আপিল করেছে। আগামী ৭ সেপ্টেম্বর ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটি শুনানির জন্য উঠবে।ত্রিপুরা জুটমিল শ্রমিক কর্মচারী, ডাই ইন হারনেস ও পেনশনার সমূহের যৌথ আন্দোলন কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে তারা যেন তাদের আপিলের আবেদন প্রত্যাহার করে নেন। জুটমল কর্মচারী ও পেনশনারদের ন্যায্য দাবি মিটিয়ে দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন।আগামী ১০ সেপ্টেম্বর সংগঠনের পক্ষ থেকে ইপিএফ অফিসের সামনেও প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হবে।