Woman died after getting electrocuted : বাগমা থানাধীন বগাবাসা সংলগ্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক মহিলার

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর , ২সেপ্টেম্বর।। উদয়পুর বাগমা থানাধীন বগাবাসা সংলগ্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক মহিলার । মৃত মহিলার নাম অনিতা দেবনাথ।টিভির প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মাঝ বয়সি এক মহিলার।মৃত মহিলার নাম অনিতা দেবনাথ। ঘটনা, বুধবার রাতে উদয়পুর বাগমা থানাধীন বগাবাসা সংলগ্ন এলাকায়।ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাতে তার নিজ ঘরে টিভির প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন অনিতা দেবনাথ নামে বাগমা বগাবাসা সংলগ্ন এলাকার জনৈকা মহিলা।

কিছুক্ষণ পর মৃত মহিলার স্বামী মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে বাড়ির লোকজন মিলে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করার পর অনিতা দেবনাথকে মৃত বলে ঘোষনা করেন।পরবর্তীতে মৃৃত দেহটিকে গোমতী জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়়।বৃহস্পতিবার দিন ময়না তদন্ত করার পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়়। বাগমা ফাঁড়ি পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।অনিতা দেবনাথের মৃত্যুতে গোটা বাগমা বগাবাসা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *