BRAKING NEWS

হৃদরোগে আক্রান্ত প্রবীণ লোক সঙ্গীতশিল্পী নরেন্দ্র সিং নেগি, ভর্তি হাসপাতালে

দেহরাদুন, ২৯ জুন (হি.স.): হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় লোক সঙ্গীতশিল্পী নরেন্দ্র সিং নেগি| ৱুধবার রাতে হঠাত্ই হৃদরোগে আক্রান্ত হন ৬৭ বছর বয়সি এই সঙ্গীতশিল্পী| তড়িঘড়ি তাঁকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে| চিকিত্সকরা জানিয়েছেন, সঙ্গীতশিল্পীকে আইসিইউ-তে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে| চিকিত্সকরা সর্বদা তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখছেন|
সঙ্গীতশিল্পীর পরিবারের তরফে জানানো হয়েছে, ৱুধবার রাতে হঠাত্ই ৱুকে ব্যথা অনুভব করেন তিনি| প্রথমে তাঁকে সিএমআই হাসপাতালে ভর্তি করা হয়| শারীরিক অবস্থার অবনতি হলে প্রবীণ সঙ্গীতশিল্পীকে রাতের দিকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়| সঙ্গীতশিল্পী নরেন্দ্র সিং নেগির শারীরিক অবস্থার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত| পাহাড়ি রাজ্যের জনপ্রিয় লোক সঙ্গীতশিল্পী হলেন নরেন্দ্র সিং নেগি| তিনি বহু গাড়ওয়ালি চলচ্চিত্রে গান গেয়েছেন| যেমন-‘চক্রাচল’, ‘মেরি গঙ্গা হোলি তা মৈমা আলি’ প্রভৃতি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *