BRAKING NEWS

নিম্নমানের কাজ, বরাদ্দ অর্থ আত্মসাৎ করছে একাধিক ভুয়া এডজাস্টমেন্ট

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১১ জুন৷৷ একই কাজের জন্য বার বার এডজাস্টমেন্ট দেখিয়ে লক্ষ লক্ষ টাকা লুটে খাচ্ছে সংস্থার কর্মকর্তা ও শাসক দলের রাঘব বোয়ালরা৷ এর ফলে ড্রেইন নির্মাণ হচ্ছে অত্যন্ত নিম্মমানের৷ কখন নির্মাণ কাজের সমাপ্তি হবে বলতে পারছে না সংস্থার কর্তারা৷ যেভাবে কাজ চলছে যে কোন সময় ড্রেইন শেষ হওয়ার আগে ভেঙ্গে পড়তে পারে বলে আশঙ্কা করছে এলাকার জনগণ৷ খবরে জানা যায় চড়িলাম বাজার শেড থেকে সুকল সংলগ্ণ এলাকা পর্যন্ত রাস্তার পাশে ড্রেইন নির্মাণ চলছে৷ এই নির্মাণ কাজটিকে কেন্দ্র করে শাসক দলের একাংশ রাঘব বোয়াল ও সংস্থার কিছু কর্মকর্তা লক্ষ লক্ষ টাকা লুটে খাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ৷ তাদের অভিযোগে জানা যায়, এই নির্মাণ কাজটি এক সময় গ্রীফ কোম্পানীর অধীনে ছিল৷ কিন্তু প্রায় ৫ মাস আগে এই কাজটি গ্রীফ কোম্পানি থেকে কেএমসি নামক অন্য একটি কোম্পানির হাতে চলে আসে৷ গ্রীফ কোম্পানির হাতে থাকার সময় তেমন সন্দেহ ছিল না৷ কিন্তু কেএমসি সংস্থাটি দায়িত্ব নিতেই নিম্মমানের কাজ শুরু করে৷ এই সংস্থার কর্মকর্তারা শাসক দলের রাঘব বোয়ালদের সাথে মিলে এই কাজের বরাদ্দ টাকা লুটে খাচ্ছে বলে অভিযোগ৷ অভিযোগে আরো জানা যায়, এই ড্রেইন নির্মাণে ইট, বালি সিমেন্ট ও রড ব্যবহার করা হচ্ছে নিম্মমানের৷ সিমেন্ট ও বালির মিশ্রনেও রয়েছে সন্দেহ৷ ফলে ড্রেইন নির্মাণ শেষ হওয়ার আগেই ভেঙ্গে পড়ার আশঙ্কা করছে এলাকাবাসী৷ সব কিছু জেনে শুনে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না কারন এলাকার শাসক দলের রাঘব বোয়ালদের মদতেই হচ্ছে নিম্মমানের ড্রেইন নির্মাণ৷ এলাকাবাসী জানায় গত দুমাস আগে একবার ড্রেইন নির্মাণ করা হয়৷ কয়েক দিনের বৃষ্টিতে সেই ড্রেইন ভেঙ্গে পড়ে যায়৷ পুনরায় একই কাজ এডজাষ্টমেন্ট দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে বলে অভিযোগ৷ রাঘব বোয়ালদের সাথে সংস্থার কর্মকর্তারা কাধে কাধ মিলিয়ে লুটের বাণিজ্য শুরু করেছে৷ ফলে কতটুকু ড্রেইন নির্মাণ হবে তা নিয়ে এলাকাবাসীর সন্দেহ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *