BRAKING NEWS

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার দফতর বন্টন

লখনউ, ২২ মার্চ (হি.স.) : ৱুধবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের নবনির্মিত মন্ত্রিসভার দফতর বন্টন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দফতর সহ ৩৭টি দফতর নিজের দায়িত্বে রেখেছেন| উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর‌্য পূর্ত দফতরের পূর্ণ দায়িত্ব পেয়েছেন| পাশাপাশি তিনি বিনোদন কর বিষয়ক দফতরের দায়িত্ব পেয়েছেন| এদিন মুখ্যমন্ত্রী ৪৪ জন মন্ত্রীর দফতরের কথা ঘোষণা করেন| এদের মধ্যে ২২ জন পূর্ণমন্ত্রী, ৯ জন রাজ্যমন্ত্রী (স্বাধীন দায়িত্ব), ১৩ জন রাজ্যমন্ত্রীদের দফতর বন্টন করা হয়|
পূর্ণমন্ত্রীরা হলেন :- (১) সূর‌্যপ্রতাপ শাহী (কৃষি ও কৃষি শিক্ষা ও অনুসন্ধান), (২) সুরে খান্া (সংসদীয় ও নগর বিকাশ), (৩) স্বামী প্রসাদ মৌর‌্য (শ্রম ও সার্ভিস প্রজেক্ট), (৪) সতীশ মহানা (শিল্প), (৫) রাজেশ আগরওয়াল (অর্থ), (৬) রীতা বহুগুণা যোশী (নারী ও শিশু বিকাশ, পর‌্যটন), (৭) দারা সিং চৌহান (বন ও পরিবেশ), (৮) ধরমপাল সিং (সেচ), (৯) এসপি সিং বাঘেল (প্রাণি উন্য়ন, মত্স্য ও ক্ষুদ্র সেচ), (১০) সত্যদেব পচৌরি (খাদি, ক্ষুদ্র শিল্প ও রপ্তানি), (১১) রমাপতি শাস্ত্রী (সমাজকল্যাণ ও এসসি-এসটি উন্য়ণ), (১২) জয়প্রকাশ সিং (আবগারি), (১৩) ওমপ্রকাশ রাজভর (অনুন্য়ন ও প্রতিবন্ধী উন্য়ন), (১৪) ব্রিজেশ পাঠক (আইন ও বিদু্যত্), (১৫) লক্ষ্মীনারায়ণ চৌধুরি (দুগ্ধ, সংস্কৃতি বিকাশ), (১৬) চেতন চৌহান (ক্রিড়া ও যুব কল্যাণ), (১৭) শ্রীকান্ত শর্মা (শক্তি), (১৮) রাজেন্দ্র প্রতাপ সিং (গ্রামীম উন্য়ন), (১৯) সিদ্ধার্থনাথ সিং (চিকিত্সা ও স্বাস্থ্য), (২০) মুকুট বিহারী বর্মা (সহয়তা), (২১) আশুতোষ টেন্ডন (প্রযুক্তি শিক্ষা), (২২) নন্দকুমার নন্দী (আদালত শুল্ক, স্ট্যাম্প)|
এছাড়া ৯ জন রাজ্যমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) হলেন :- (১) অনুপমা জয়শয়াল (প্রাথমিক ও শিশু শিক্ষা, মিড ডে মিল, অর্থ), (২) সুরেশ রানা (আখ শিল্প ও শিল্পোয়ন), (৩) উপেন্দ্র তেওয়ারি (জল সরবারহ, বন ও প্রাণি বিকাশ), (৪) ডঃ মহেন্দ্র সিং (গ্রামীন উন্য়ন ও স্বাস্থ্য), (৫) সতন্ত্রদেব সিং (পরিবহন ও শক্তি), (৬) ভূপেন্দ্র সিং চৌধুরি (পঞ্চায়েত ও পূর্ত), (৭) ধরমসিং সায়নি (আয়ুশ বিভাগ), (৮) অনিল রাজভর (হোম গার্ড ও সৈনিক কল্যাণ), (৯) স্বাতী সিং (বন্যা নিয়ন্ত্রন, বিপনন ও নারী কল্যাণ)|
পাশাপাশি ১৩ জন রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে| এরা হলেন :- (১) গোলাবী দেবী (সমাজকল্যাণ ও এসসি-এসটি উন্য়ন), (২) জয়প্রকাশ নিশাদ (পশুপালন ও নগর বিকাশ), (৩) অর্চনা পান্ডেয় (আবগারী), (৪) জয়কুমার সিং জ্যাকি (কারা), (৫) অতুন গর্গ (খাদ্য ও উপভোক্তা বিষয়ক), (৬) রণবেন্দ্র প্রতাপ সিং (কৃষি ও কৃষি শিক্ষা), (৭) নীলকন্ঠ তিওয়ারি (আইন, তথ্য, খেলা ও যুব কল্যান), (৮) মহসিন রেজা (বিজ্ঞান ও প্রযুক্তি, হজ), (৯) গিরিশ যাদব (নগর বিকাশ), (১০) বলদেও ওলাখ (ক্ষুদ্র উন্য়ন), (১১) মন্ু কোরি (শ্রম), (১২) সন্দীপ সিংহ (প্রাথমিক, মাধ্যমিক ও প্রবেশিকা শিক্ষা), (১৩) সুরেশ পাশি (আবাসন ও প্রযুক্তি শিক্ষা)|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *