BRAKING NEWS

রাজ্যে জুমিয়া পরিবারের সংখ্যা হ্রাস পাচ্ছে, জানালেন উপজাতি কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি৷৷ রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচীর সফল বাস্তাবায়নের ফলে রাজ্য জুমিয়া পরিবারের সংখ্যা হ্রাস আছে৷ ২০০৬ইং সালে রাজ্যে যেখানে জুমিয়া পরিবারের সংখ্যা ছিল ২৭ হাজার ৪৭৭ টি পরিবার, ২০১৬ইং সালে তা হ্রাস পেয়ে ৮ হাজার ১৬৮তে দাঁড়িয়েছে৷ আজ বিধানসভায় বিধায়ক রতন লাল নাথের এক প্রশ্ণের লিখিত উত্তরে উপজাতি কল্যাণ মন্ত্রী অঘোর দেববর্মা এই তথ্য জানান৷
এ সম্পর্কিত বিষয়ে উপজাতি কল্যাণ মন্ত্রী জানান, ২০১৩-১৪, ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ ইং অর্থ বছরে উপজাতি কল্যাণ দপ্তরের নিজস্ব বাজেটে জুমিয়াদের জন্য নিদিষ্ট পরিমান অর্থ বরাদ্দ না থাকলেও রাজ্য সরকার জুমিয়াদের আর্থ-সামাজিক তথা সার্বিক বিকাশের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে বহুমুখী উন্নয়নমূলক কর্মসূচী বাস্তবায়িত করে চলছে৷ রাজ্য সরকার ২০১৩-১৪ অর্থ বছরে থেকে পরবর্তী ৫ বৎসরের জন্য উপজাতি জনগণের সার্বিক বিকাশের লক্ষ্যে যে বিশেষ গুচ্ছ কর্মসূচী বাস্তবায়িত করে আসছে তাতে জুমিয়া অধ্যুষিত অঞ্চলে পরিকাঠামোগত উন্নয়ন, জুমিয়াদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং স্ব-রোজগারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষার সম্প্রসারণ তথা জুমিয়াদের সাংসৃকতিক বিকাশের ধারাকে অক্ষুন্ন রাখার লক্ষ্যে রাজ্য সরকারের দপ্তরগুলি অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত করে আসছে৷ তাছাড়া ও উপজাতি কল্যাণ দপ্তরের অধীনে কেন্দ্রীয় সরকার দ্বারা বিভিন্ন প্রকল্প যথা, এস সি এ টু টি এস পি অর্টিক্যাল ২৭৫(১) এবং বনবন্ধু কল্যাণ যোজনা ইত্যাদির মাধ্যমেও উপজাতি অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গৃহীত বহুমুখী কর্মসূচি এবং সেই সঙ্গে বিভিন্ন পরিকাঠামো সৃষ্টি ও সম্প্রসারণের লক্ষ্যে গৃহীত প্রকল্পগুলি বাস্তাবায়নের ক্ষেত্রেও জুমিয়া অধ্যুষিত অঞ্চল এবং জুমিয়াদের অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *