চেন্নাই, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : শনিবার তামিলনাড়ুতে আস্থা ভোট । দেরী করতে চান না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে সদ্য শপথ নেওয়া পালানিস্বামী । কারণ অনেক কৌশলে নিজেদের আয়ত্ব থাকা বিধায়কদের মন বিগরে যাওয়ার আগেই আস্থা ভোট সেরে নিতে যান পালানিস্বামী । তাই হাতে সময় থাকলেও আগামীকালই আস্থাভোট হবে তামিলনাডুতে। তামিলনাড়ুর প্রশাসন সূত্রে এই খবর পাওয়া গেছে।
জয়ললিতার মৃত্যুর পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে হবেন সে নিয়ে জোর লড়াই চলছিল শশীকলা ও পন্নিরসেলভামের মধ্যে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে জেলে যেতে হয়েছে শশীকলাকে। তারপর শশীকলার জায়গায় পন্নিরসেলভামের সঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নামেন পালানিস্বামী। পালানিস্বামী রাজ্যপালের কাছে বিধায়ক সমর্থনের যে তালিকা জমা দেন তাতে ১২৪ জন বিধায়কের নাম ছিল। তাই তাঁকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেন রাজ্যপাল বিদ্যাসাগর রাও। তবে তাঁকে আগামী ১৫ দিনের মধ্যে আস্থভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার নির্দেশ দেওয়া হয়। হাতে প্রায় ১৩ দিন বাকি থাকতেই আগামীকাল আস্থাভোট হচ্ছে তামিলনাড়ুতে।
হাতে সময় থাকতে কেন এত তাড়াতাড়ি আস্থাভোটে ? রাজনৈতিক মহলের ধারণা, পন্নিরসেলভাম বিভিন্ন ভাবে শশীকলা ও পালানিস্বামীর মুখ্যমন্ত্রী হওয়া আটকাতে চেয়েছিলেন। এমনকী, বর্তমানেও পালানিস্বামীকে সমর্থন করা বিধায়কদের নিজের দিকে টেনে এনে পাল্লা ভারী করার চেষ্টা করছেন। তাই যত সময় এগোবে তত সুবিধা হবে পন্নিরসেলভামের। তাই আগামীকালই আস্থাভোটে অংশ নেবেন পালানিস্বামী।
2017-02-17

