BRAKING NEWS

জবরদখল থাকলে উচ্ছেদ অভিযান চলবে মন্দির-মসজিদ-গিৰ্জায়ও : বিজেপি

BJPগুয়াহাটি, ২৩ জানুয়ারি (হি.স.) : যে কোনও ধৰ্মীয় প্রতিষ্ঠান, তা মন্দিরই হোক কিংবা মসজিদ অথবা গিৰ্জা হোক, জবরদখল থাকলে সেগুলোতেও উচ্ছেদ অভিযান চলবে। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল রাজ্যের জবরদখলকৃত ভূমিকে বেদখলমুক্ত করতে যে বলিষ্ঠ পদক্ষেপ গ্ৰহণ করেছেন তা অসম প্রদেশ বিজেপি স্বাগত জানাচ্ছে। জবরদখল করার ক্ষেত্ৰে কোনও ধরনের আপস করা হবে না। তবে একে কেন্দ্র করে কেউ যদি ধৰ্মের ধুঁয়ো তুলে রাজনীতি করে, তাও বিজেপি সহ্য করবে না। সাফ জানিয়ে দিয়েছেন অসম প্রদেশ বিজেপি-র দুই মুখপাত্ৰ রূপম গোস্বামী ও সুভাষ দত্ত। আজ সোমবার এক সাংবাদিক সম্মেলনে দলের দুই মুখপাত্ৰ আরও বলেন, উন্নয়নের মন্ত্রে দীক্ষিত হয়ে এ লক্ষ্যে কাজ করার অঙ্গীকার নিয়ে রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। তাছাড়া রাজ্যের জবরদখলীকৃত ভূমিগুলিকে মুক্ত করারও প্রতিজ্ঞা করেছিল বিজেপি। তাই সর্বানন্দ নেতৃত্বাধীন জোট সরকার রাজ্যের মানুষের কাছে এ ব্যাপারে প্ৰতিশ্ৰুতিবদ্ধ বলে জানান তাঁরা। আসন্ন পঞ্চায়েত নিৰ্বাচনে দল এককভাবে প্ৰতিদ্বন্দ্বিতা করবে বলে যে সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারেও তথ্য তুলে ধরেছেন দুই মুখপাত্র। আরও বলেন, সরকারি বিভিন্ন প্রকল্প জনতা সকাশে নিয়ে যাওয়া এবং প্ৰকৃত সুবিধাভোগীরা যাতে কোন অনিয়ম, দুৰ্নীতি ও ভ্ৰষ্টাচারের সন্মুখীন না হন সে ব্যাপারে দলের টিকিটে নির্বাচিত প্ৰত্যেক বিধায়ক, নেতা, কার্যকর্তাদের সজাগ দৃষ্টি রাখতে প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাস যে নির্দেশ দিয়েছেন সে সব বিষয়েও খোলসা করেছেন রূপম-সুভাষ। তছাড়া রাজ্য থেকে দুৰ্নীতি নিৰ্মূল করতে সৰ্বানন্দ সরকার গৃহীত কড়া অবস্থানকে প্রদেশ বিজেপি স্বাগত জানাচ্ছে বলে জানান তাঁরা। কেবল তা-ই নয়, রাজ্যকে বিদেশীমুক্ত, দুৰ্নীতিমুক্ত, সন্ত্ৰাসবাদমুক্ত ও দূষণমুক্ত সবুজ অসম গড়ার লক্ষ্যে রাজ্য সরকার দায়বদ্ধতা এবং নির্বাচনী প্ৰতিশ্ৰুতি অনুযায়ী যে এগিয়ে চলেছে তারও প্রশংসা করেছেন দুই মুখপাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *