সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন সিআইএসএফ কনস্টেবল

9MMPISTOL copyবেঙ্গালুরু, ১৬ জানুয়ারি (হি.স.): নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর এক কনস্টেবল| নিহত সিআইএসএফ কনস্টেবলের নাম সুরেশ গায়কোয়াড়| (২৮)| তিনি মহারাষ্ট্রের বাসিন্দা| ডিসিপি উত্তর-পূর্ব ড. পি এস হর্ষ জানিয়েছেন, সোমবার সকাল ৯টা নাগাদ কেম্পেগোয়ড়া আন্তর্জাতিক বিমানবন্দরে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন সিআইএসএফ কনস্টেবল সুরেশ গায়কোয়াড়|
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গত কয়েকদিন ধরে বিবাহবিচ্ছেদ বেদনায় ভুগছিলেন তিনি| হয়তো সেই কারণে চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন সিআইএসএফ কনস্টেবল সুরেশ গায়কোয়াড়| এই ঘটনায় আন্তর্জাতিক বিমানবন্দর থানায় মামলা রুজু করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *