পুণে, ১৬ জানুয়ারি (হি.স.) : ডিআরএস-এর বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ঠিকই বলেছেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি| ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে বিরাটের আগেই ডিআরএস-এর আবেদন করলেন ধোনি| এবং তার এই আবেদনে আউট হলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান|
রবিবারের ম্যাচে ২৭-তম ওভারে হার্দিক পাণ্ড্যর শেষ বলটি ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যানের ব্যাটে লেগে ধোনির হাতে যায়| কিন্তু আম্পায়ার আউটের আবেদনে সাড়া দেননি| এরপর বিরাটকে জিজ্ঞাসা করার আগেই ধোনি রিভিউয়ের আবেদন করেন| প্রাক্তন অধিনায়কের আত্মবিশ্বাস দেখে বিরাটও রিভিউয়ের আবেদন করেন| ডিআরএস-এ দেখা যায়, বলটি মর্গ্যানের ব্যাটে লেগেছিল| ফলে আম্পায়ারকে সিদ্ধান্ত বদল করতে হয়| ধোনির সিদ্ধান্ত ঠিক বলে প্রমাণিত হয়| মর্গ্যান আউট হওয়ার পর গোটা দল উল্লাসে মেতে ওঠে|
তবে ধোনির এই আবেদনে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের দাবি তিনি যে আর অধিনায়ক নেই তা বোধ হয় ভুলে গেছেন ধোনি| সদ্য সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে প্রথম মাঠে নেমে সহজাত বিষয় থেকে ধোনি এখনও মাঠে অধিনায়কের মতোই আচরণ করছেন| রবিবার পুণেতে ভারত-ইংল্যান্ডের একদিনের সিরিজের প্রথম ম্যাচে সেটাই দেখা গেল| খেলা চলাকালীন উত্তেজনার মুহূর্তে বিরাট কোহলির আগেই ডিআরএস-এর আবেদন করলেন ধোনি| কয়েকদিন আগে বিরাট অবশ্য বলেছিলেন, ডিআরএস-এর বিষয়ে ধোনির পরামর্শ নেবেন তিনি| বিরাট যে ঠিক এবিষয়টি তারই প্রমাণ |
2017-01-16