BRAKING NEWS

পেশাদার টেনিস থেকে অবসর নিলেন সোমদেব দেববর্মন

somdev-devvarmanনয়াদিল্লি, ১ জানুয়ারী (হি.স.) : পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা করলেন সোমদেব দেববর্মন।বছরের প্রথম দিন রবিবার মাত্র ৩১ বছর বয়সে টুইটারে এই সিদ্ধান্ত ঘোষণা করেন সোমদেব । বছরের অনেকটা সময়ই চোটে জর্জরিত থাকতে হত তাঁকে। সেই কারণেই অবসর নিলেন বলে মনে করছে ক্রীড়ামহল।
আজ সকালে টুইট করে নিজের অবসরের খবর জানান তিনি। টুইটারে লেখেন, “ ২০১৭ অন্যরকমভাবে শুরু করছি। পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি। আমার পাশে থেকে সমর্থন করার জন্য এবং ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।”
২০১২ সালে কাঁধে চোট পান সোমদেব। তা থেকে সেরেও উঠেন। ফিরে আসেন টেনিস ট্র্যাকে। কিন্তু, তারপর আর ছন্দে ফিরতে পারেননি সেভাবে। কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই অ্যাকশন হারাতে শুরু করেন।
জাতীয় মঞ্চে কেরিয়ার শুরু ২০০৮ সাল থেকে। হয়ে উঠেন দেশের অন্যতম সিঙ্গল টেনিস খেলোয়াড়। দেশের হয়ে বেশ কিছু সাফল্যও রয়েছে সোমদেবের ঝুলিতে। পেয়েছেন অর্জুন পুরস্কার। গুয়াংঝাও এশিয়ান গেমসে সোনাও পেয়েছেন।
ক্রীড়ামহলের অনেকের মতে, এবার হয়তো কোচিংয়ে মনোনিবেশ করবেন সোমদেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *