BRAKING NEWS

লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে মাফিয়ার দৌরাত্ম্য, মিথ্যা মামলায় ফাঁসলেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ বকেয়া টাকা চাইতে গিয়ে আক্রান্ত হলেন এক ব্যবসায়ী৷ ঘটনা দুর্জয়নগর suicide_prevention_final_141143071927এলাকার৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ দুই অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ এখনো তাদের গ্রেপ্তার করেনি৷ অভিযুক্তরা মাফিয়া বলেই পরিচিত৷ পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার না করে আক্রান্তের বিরুদ্ধে পাল্টা শ্লীলতাহানির মামলা গ্রহণ করেছে৷ তাতে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ এলাকাবাসী ক্ষুব্ধ সোমবার আগরতলা মহিলা থানায় প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন৷ মিথ্যা মামলাপ্রত্যাহার করে অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা৷ সংবাদ সূত্রে জানা যায়, দুর্জয়নগর এলাকার নিতাই সাহার দোকান থেকে বহুদিন ধরেই নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী নিচ্ছিলেন এলাকারই সঞ্জয় সাহা ও গোপাল সাহা৷ তাদের কাছে প্রচুর পরিমাণ বকেয়া টাকা জমে গেছে৷ তারা টাকা দিচ্ছিল না৷ গত সাত সেপ্ঢেম্বর দোকানমালিক নিতাই সাহা তাদের বাড়িতে গিয়েছিলেন বকেয়া টাকা আদায় করার জন্য৷ কিন্তু তারা টাকা ফেরত দেয়নি৷ উপরন্তু ব্যবসায়ী নিতাই সাহাকে মারধর করে জখম করে৷ এব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ী নিতাই সাহা৷ পুলিশ এব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করেনি৷ জানা যায়, সঞ্জয় সাহা ব্যবসায়ী নিতাই সাহার বিরুদ্ধে পাল্টা শ্লীলতাহানির মামলা দায়ের করেছে৷ নিতাইবাবু নাকি তার বাড়িতে গিয়ে তার স্ত্রীর শ্লীলতাহানি করেছে৷ তাতে পরিস্থিতি উল্টো মোড় নেয়৷ এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার জনগণের মধ্যেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ কারণ ব্যবসায়ী নিতাই সাহা এলাকায় একজন স্বজ্জন ব্যক্তি হিসেবেই পরিচিত৷ তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন৷ সে কারণেই এলাকাবাসী সোমবার পশ্চিম মহিলা থানায় প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন৷ মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান তারা৷ পুলিশ এলাকাবাসীদের আশ্বাস দিয়েছে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *