নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৪ জুন৷৷ বিদ্যুতের ছোঁবলে মৃত্যু হল এক যুবকের৷ এই মর্মান্তিক ঘটনা গোমতী জেলার উত্তর তৈদু এলাকায় মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ৷ ঘটনার বিবরনে জানা গেছে, গোমতী জেলার তৈদু থানাধীন উত্তর তৈদু এলাকার বাসিন্দা রবীন্দ্র কলই৷ অন্যান্য দিনের মতো রবীন্দ্র কলই স্নান করে ভিজেঁ কাপড় জি আই তারে দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়৷ পরিবারের লোকজনরা তড়িঘড়ি রবীন্দ্রকে তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রবীন্দ্র কলই (৩৫)কে মৃত বলে ঘোষণা করে৷ পরে মৃতদেহটি ময়না তদন্তের পর পুলিশ তার আত্মীয় পরিজনদের হাতে তুলে দেয়৷
2016-06-15