বেহাল লাইফলাইন পরিদর্শনে গেলেন রাজ্যপাল , আসাম সরকারের উদাসীনতা জানাবেন ইন্দ্রপ্রস্থে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৯ মার্চ৷৷ বর্ষা আসন্ন৷ রাজ্যের লাইফ লাইন তথা ৪৪ নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের বেহাল অবস্থা সরজমিনে পরিদর্শন করবেন রাজ্যপাল তথাগত রায়৷ সেই সঙ্গে এই রাস্তা সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নিতে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন৷ পাশাপাশি আসাম সরকারের উদাসীন মনোভাবের বিষয়েও তিনি কেন্দ্রকে অবহিত করবেন৷ এই লক্ষ্যে রাজ্যপাল তথাগত রায় শনিবার ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহর সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন৷ রবিবার তিনি আসাম আগরতলা জাতীয় সড়কের হালহকিকৎ সরজমিনে পরিদর্শন করবেন৷
IMG-20160319-WA0002রাজ্যপাল তথাগত রায় শনিবার দুদিনের উত্তর জেলা, ঊনকোটি জেলা সফরে আসেন৷ রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এটাই তাঁর প্রথম উত্তর ও ঊনকোটি জেলা সফর৷ দুপুরে তিনি ধর্মনগরে পৌঁছেন৷ সেখান থেকে তিনি কৈলাসহর যান৷ ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের সার্কিট হাউসের কনফারেন্স হলে রাজ্যপাল প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন৷ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল তথাগত রায় বলেন, আমি দুপুরে ধর্মনগরে আসি৷ ধর্মনগর থেকে ঊনকোটি জেলার কৈলাসহরে আসি৷
সেখান থেকে তিনি ধর্মনগরে ফিরে যাবেন৷ রবিবার ৪৪নং জাতীয় সড়কের অবস্থা দেখার জন্য অসমের করিমগঞ্জ জেলার লোহারপোয়া সহ অন্যান্য জায়গা পরিদর্শন করবেন৷ রাজ্যপাল বলেন, ৪৪নং জাতীয় সড়কের অবস্থা নিয়ে রাজ্য সরকার ও রাজ্যপাল চিন্তিত৷ কারণ ৪৪ নং জাতীয় সড়কের যে অংশটি অসমের মধ্যে পড়েছে সে অংশটার অবস্থা খুব খারাপ৷ বিশেষ করে চোরাইবাড়ি  থেকে অসমের লোয়ারপোয়া পর্যন্ত এতটাই খারাপ সে সড়কপথে গাড়ি চলাচল করা কষ্টকর৷ এব্যাপারে রাজ্যপাল কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী  নীতিন গড়কড়ির সঙ্গে কথা বলেছেন, চিঠিও দিয়েছেন৷ জাতীয় সড়ক ছাড়া এনইসি রোডও রাজ্যপাল পরিদর্শন করবেন  বলে জানান৷ দুটি সড়ক পরিদর্শন করে তিনি কেন্দ্রীয় সরকারকে সবিস্তারে জানাবেন বলে জানান৷ রবিবার সকাল ৯টায় রাজ্যপাল তথাগত রায় আসাম-আগরতলা ৪৪নং জাতীয় সড়কের হালহকিকৎ সরজমিনে  পরিদর্শন করতে অসমের লোয়ারপোয়া যাচ্ছেন৷ সফর শেষে এদিনই রাজ্যপাল ধর্মনগর, কৈলাসহর কমলপুর ও খোয়াই হয়ে বিকল্প জাতীয় সড়ক পরিদর্শন করে আগরতলায় ফিরবেন৷
আজ দুপুর উত্তর ও ঊনকোটি দুই জেলা সরকার সফরে আসলেন রাজ্যে পাল তথাগত রায়৷ ঊনকোটি জেলার সরকারী আধিকারিকদের সাথে বৈঠক ও উত্তর জেলার চুরাইবাড়ি থেকে লুয়াইরপুয়া ৪৪নং জাতীয় সড়কের বেহাল অবস্থা সরজামিনে পরিদর্শন ও এনই সি রাস্তার কাজকর্ম বর্তমান অবস্থা দেখার জন্য রাজ্যে পালের সফর বলে সংবাদিকদের জানানো হয়৷ সরকারী বৈঠক সেরে সংবাদিকদের সাথে কথাবলেন৷ ৪৪নং জাতীয় সড়কের বর্তমান অবস্থা সম্পর্কে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়করি সাথে কথা বলেন এবং ঊনকোটি পর্যটন কেন্দ্রকে আর উন্নত করার জন্য কেন্দ্র সরকারের সাথে কথা বলেছেন বলে রাজ্যে পাল জানিয়েছেন৷ আগামী কাল ঐ দুই সড়ক সরজামিনে দেখতে যাবেন৷ আজ ধর্মনগরে রাত্রি যাপান করবেন বলে সরকারী সূত্রে জানা গেছে৷ সর্কেট হাউকে অবস্থান কালে, কৈলাসহর জেলা কংগ্রেস ও জেলা বিজে পির পক্ষ থেকে পৃথক পৃথক কৈলাসহর উন্নায়নের বিভিন্ন দাবি নিয়ে প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রধান করা  হয়েছে৷ দুই দলের পক্ষ থেকে সংবাদিকদের জানানো হয়েছে৷ রাজ্যপাল প্রতিটি দাবি সনদ কোন গুরুত্ব সহকারে দেখবেন বলে জানিয়েছেন তাদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *