গাজিয়াবাদ, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): ই-কমার্স সংস্থা স্ন্যাপডিলের মহিলা কর্মী দীপ্তি সরনার অপহরণের রহস্যভেদ করল পুলিশ| এ যেন শাহরুখ খানের `ডর’ ছবির বাস্তব প্রতিফলন| ছবিতে বলিউড বাদশা যেমন একতরফা ভালোবাসতেন জুহি চাওলাকে| জেদের বশে অপহরণ করেছিলেন জুহিকে| স্ন্যাপডিল এগজিকিউটিভ দীপ্তি সরনাকে (২৩) অপহরণের ঘটনায় এই ছবির মিল রয়েছে বলে মনে করছে পুলিশ| পুলিশের ধারণা, একতরফা ভালোবাসার জেরেই দীপ্তি সরনাকে অপহরণ করা হয়েছিল| সোমবার ওই অপপহরণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ| জেরায় মূল অভিযুক্ত জানিয়েছে, গোটা অপহরণের ছক তারা কষেছিল শাহরুখ খানের ডর ছবির আদলে| পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত হরিয়ানার পানিপথের বাসিন্দা| বাকিদের বাড়ি উত্তরপ্রদেশের বদাউঁতে|
গত বুধবার অফিস থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হন বছর ২৩-এর স্ন্যাপডিল কর্মী দীপ্তি সরনা| পুলিশকে তিনি জানান, বৈশালী মেট্রো থেকে একটি অটোয় চড়েন তিনি| সাহিবাবাদ এলাকায় অটো খারাপ হয়ে গেলে অন্য একটি অটোতে ওঠেন| ওই অটোতে দীপ্তি ছাড়াও ছিলেন ৩ যুবক ও এক যুবতী| হিন্দোন ব্রিজের কাছে ওই যুবতীকে জোর করে নামিয়ে দেয় তিন যুবক| এরপর মোতরি গ্রামের দিকে ঘুরে যায় অটো| অপহরণকারীরা দীপ্তির চোখ বেঁধে একটি গাড়িতে তুলে একটি অপরিচিত জায়গায় নিয়ে যায়| সেখানেই আটকে রাখা হয়েছিল তাঁকে| তবে অপহরণকারীরা তাঁকে কোনও রকম হেনস্তা করেনি বলে জানিয়েছেন দীপ্তি| এরপর শুক্রবার ভোর ৪টে নাগাদ একটি রেল স্টেশনে তাঁকে নামিয়ে দেয় অপহৃতরা| সেখান থেকে ট্রেনে বাড়ি ফেরেন তিনি|
2016-02-15