ওয়াশিংটন, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): সম্প্রতি মারা গিয়েছেন আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি আন্তোনিন স্ক্যালিয়া| তাঁর জায়গায় কে আসবেন, তা নিয়ে এখন ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে চলছে জোর টানাপোড়েন| শোনা যাচ্ছে, আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীকান্ত শ্রীনিবাসন| মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থন রয়েছে তাঁর দিকেই| তবে, রিপাবলিকানরা ওমাবার এই পছন্দের প্রার্থীর বিরোধিতায় সরব হয়েছেন|
কিন্তু, হোয়াইট হাউস-এর তরফে সেনেটে যখন ডিসি কোর্ট অফ অ্যাপিল্স-এ (আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ আদালত) শ্রীনিবাসনের নাম প্রস্তাব করা হয়েছিল, তখন তিনি ৯৭-০ ভোটে জিতেছিলেন| সেটা অবশ্য ২০১৩ সালের ঘটনা| ২০১৬-র গোড়ায় অনেক সমীকরণই পাল্টেছে| তবে এও ঠিক যে, কনজারভেটিভ বা লিবেরাল- কোনও পক্ষের কাছেই শ্রীনিবাসন অপছন্দের প্রার্থী নন| নিরপেক্ষ হিসেবে তাঁর সুনাম বিস্তর| উল্লেখ্য, শ্রীনিবাসন বর্তমানে আমেরিকার ডেপুটি সলিসিটর জেনারেল|
শ্রীকান্ত শ্রীনিবাসন বর্তমানে আমেরিকার নাগরিক হলেও তাঁর জন্ম চণ্ডীগড়ে| যদিও তাঁর পৈতৃক ভিটে ছিল তামিলনাড়ুর তিরুনেলভেলির এক ছোট্ট গ্রামে| শ্রীনিবাসনের বাবা কানাস বিশ্ববিদ্যালয়ের অঙ্কের অধ্যাপক ছিলেন| সেই সূত্রেই শ্রীনিবাসনের ভারত ছেড়ে বিদেশে পাড়ি| তারপর আমেরিকাতেই তাঁর পড়াশোনা এবং কর্মজীবনের শুরু| ছোট থেকেই বাস্কেট বল খেলায় দক্ষ ছিলেন শ্রীনিবাসন| এই সূত্রে ২০১২ সালেই তিনি ওবামার নজর কাড়েন| তারপর ২০১৩ সালের ২৪ মে আমেরিকার প্রিন্সিপাল ডেপুটি সলিসিটার জেনারেল থেকে কলম্বিয়া জেলা আদালতের বিচারক হিসাবে হন তিনি| বারাক ওবামাই তাঁকে নিয়োগ করেন| এবার সুপ্রিম কোর্টের বিচারপতির আসনে এই চণ্ডীগড়-পুত্রকে বসাতে উত্সুক মার্কিন প্রেসিডেন্ট| এর আগে কোনও ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার শীর্ষ আদালতের বিচারপতি হননি|
2016-02-15