নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি৷৷ কামালঘাটের ফটিকছড়া হাইসুকলের শিক্ষক বদলির প্রতিবাদে বৃহস্পতিবার খোয়াই আগরতলা সড়ক অবরোধ করে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা৷ দুপুর থেকে বেশ কিছুক্ষণ এই সড়কে যান চলাচল বন্ধ ছিল৷ এর ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে৷ জানা যায়, বিদ্যালয়ের আরো একজন শিক্ষককে বদলি করা হয়েছে৷ গত ছয়মাসে এই বিদ্যালয় থেকে ছয়জন শিক্ষককে অন্যত্র বদলি করা হয়েছে৷ বিকল্প কোন শিক্ষক বিদ্যালয়ে দেওয়া হয়নি৷ এর ফলে শিক্ষক স্বল্পতা চরম আকার ধারণ করেছে৷ শিক্ষক স্বল্পতার কারণে ফটিকছড়া হাইসুকলে পঠন পাঠন লাটে উঠেছে৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেও এই কথা স্বীকার করেছেন৷ প্রধানশিক্ষক নিজেও শারীরিকভাবে অসুস্থ৷ তিনি জানান ছয়মাসে ছয়জন শিক্ষক বদলি করার ফলে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ স্বাভাবিক কারণেই দানা বেঁধেছে৷ তিনিও বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং করনিক নিয়োগের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন৷ এদিকে, পথ অবরোধ চলতে থাকলেও প্রশাসনের কোন কর্মকর্তা অবরোধস্থলে যাননি৷ উপরন্তু শাসক দলীয় নেতা এবং ছাত্র সংগঠন এসএফআইয়ের রক্তচক্ষুর ভয়ে আন্দোলনকারীরা শেষ পর্যন্ত অবরোধ প্রত্যাহার করে নিতে ব াধ্য হয়৷ তবে, শীঘ্রই শিক্ষক স্বল্পতা দূর করা সহ ফটিকছড়া হাইসুকলে প্রয়োজনীয় শিক্ষা পরিকাঠামোর ব্যবস্থা না করা হলে ছাত্রছাত্রীরা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷
2016-02-12