BRAKING NEWS

কানাডায় বন্দুকধারীদের হামলায় ৩ জনের মৃতু্য

terroristtriওটোয়া, ৩ জানুয়ারি (হি.স.) : কানাডার অনটেরিও প্রদেশে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩ জনের মৃতু্য হয়েছে| শনিবার অনটেরিও প্রদেশের বেল্লেভিল্লে শহরে এই ঘটনা ঘটে| স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্দুকধারীদের মধ্যে দুজন প্রথমে গুলি করে| পরে আরেকজন নিজের গুলিতে আত্মহত্যা করেন| ধারণা করা হচ্ছে, বন্দুকধারীরা আত্মহত্যা করতেই এখানে গুলি চালিয়েছে| ঘটনাটি অনটেরিও পুলিশের কর্মকর্তারা তদন্ত করে দেখছে বলে জানানো হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *