শ্রীনগর, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত । গতকাল রাতে সাড়ে ১১টা থেকে জম্মুর রামগড় সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনা। রবিবার দুপুর পর্যন্ত গোলাগুলি অব্যাহত থাকলেও এখনও হতাহতের কোনও খবর নেই।
বিএসএফ সূত্রের খবর, শনিবার রাত সাড়ে ১১টা থেকে জম্মুর রামগড় সাম্বা জেলার এস এম পুরা ও ফথওয়াল সীমান্তে চৌকি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান সেনা। এর পালটা জবাব দিয়েছে বিএসএফ-র ৬২ ব্যাটেলিয়নের জওয়ানরা। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
2017-02-19