নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : রাজনৈতিক দলের কোষাগারে কালো টাকা রুখতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার| বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বাজেটে ঘোষণা করেন নগদে দু’হাজার টাকার বেশি অনুদান নিতে পারবে না কোনও রাজনৈতিক দল| কালো টাকা উদ্ধারে জন্য গত বছরের ৮ নভেম্বর পাঁচশো ও একহাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেয় মোদী সরকার| এবারের বাজেটে আরও এক ধাপ এগিয়ে কেন্দ্রীয় সরকার দেশজুড়ে রাজনৈতিক দলগুলোর রোজগারে কালো টাকার প্রবেশ আটকাতে উদ্যোগী হল| বাজেট ২০১৭-১৮ পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, রাজনৈতিক দলকে নগদে অনুদান দিতে গেলে দু’হাজার টাকার বেশি দেওয়া যাবে না| এর বেশি টাকার অনুদান করতে গেলে চেক অথবা ডিজিটাল মাধ্যমে দিতে হবে| দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল রাজনৈতিক দলগুলির কোষাগারে কালো টাকার অনুদান যায়| রাজনৈতিক দলগুলোর লেনদেনে স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার| অর্থমন্ত্রী জানান, আরবিআইয়ের নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে অনুদান নিতে গেলে চেক, ডিজিটাল মাধ্যম ও ডিজিটাল কোড অর্থাত্ বন্ড ব্যবহার করতে হবে| বিশেষ করে নির্বাচনের সময় অনেক কালো টাকার অনুদান রুখতে এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল|
2017-02-01