পৃথক স্থানে যান সন্ত্রাসে নিহত এক, গুরুতর আটজন

Accidentনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ সাত সকালে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একক বাইক আরোহী দুলাল মিয়া (৩২) বাড়ি  বিশালগড়ের ধবজনগর এলাকায়৷ মঙ্গলবার সাত সকালে বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে দুলাল মিয়া বিসালগড়ের বিদ্যুৎ অফিসের সামনে আসতেই টি আর ০১এম ১৬৭৮ নম্বরের একটি ডি আই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে টিআর০১-ইউ -৬৩৮২ নম্বরের বাইককে  সজোরে ধাক্কা মারে এতে বাইক আরোহী রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে৷ খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় থানার পুলিস বাহিনী  ও ফায়ার সার্বিসের কর্মীরা৷ ততক্ষেণ দুলাল মিয়া প্রাণ হারায়৷  তবে প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে জানা যায় মৃত দুলাল মিয়ার কোন ভাবেই দোষ চিল না৷ ডিআইগাড়ি দ্রুতবেগে এসে ধাক্কা মারে৷ পালিয়ে যেতে সক্ষম হয় ডিআই গাড়ির চালক৷ তাছাড়া মৃত  দুলালের পরিবারের লোকজন বিশালগড় থানায় একটি মামলা করেন৷ যার কেইস নম্বর ৬/১৭ আন্ডার সেকশান ২৭৯/৩০৪ এআইপিসি এবং ১৮৪  অফ এম বি এফ ধারায় নথিভুক্ত করা  হয়েছে৷  অন্যদিকে, বিয়েবাড়ি থেকে ফেরত আসার সময় দুর্ঘটনায় কবলে পড়লো টিআর০১-বি-৪৪৬৩ নম্বরের একটি অটো গাড়ি৷ ঘটনাটি ঘটেছে কল্যাণপুর থানা এলাকায় দুলানীয়া গ্রামে৷ দুর্ঘটনায় আহত হয়েছে ৮ জন যাত্রী এরমধ্যে ২টি শিশু ও আছে৷ ঘটনার বিবরণে জানাগেছে, খোয়াই থেকে বিয়েবাড়ির নেমন্তন্নে একডিট অলটোগাড়ি করে সোমবার সকালে কল্যাণপুর থানা এলাকার দুলানিয়া গ্রামে আসেে আরোহীরা৷ খাওয়া দাওয়া শেষ করার পর সোমবার রাত প্রায় ৮ নাগাদ নিজ নিজ বাড়ীর উদ্দেশ্যে গাড়ি করে রওনা দিলে এই থানা এলাকারই খাস কল্যাণপুর গ্রামেস সড়কের কাছে পোছলে দুর্ঘটনার কবলে পড়ে অটোগাড়িটি৷ খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকার লোকজন মিলে আহতদের হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আহত ৮ জনের মধ্যে ২জনকে আগরতলার জিবিতে রেফার করে দেয়৷ পুলিশের ধারনা গাড়ির চালক মদমত্ত থাকার দরুন এই দুর্ঘটনাটি ঘটেছে৷ অবশ্য গাড়ির চালককে গ্রেপ্তার করেছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *