ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি।। জয়ে ফিরেছে গুয়াচাঁদ হাই স্কুল। প্রথম ম্যাচে ইস্ট মনু ঘাটকে হারানোর পর দ্বিতীয় ম্যাচেই গুয়াচাঁদ হাইস্কুলকে হারের মুখ দেখতে হয়েছিল। আজ, শনিবার তৃতীয় ম্যাচে গোয়াচাঁদ হাই স্কুল দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে ৭ উইকেটের ব্যবধানে ব্রজেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী স্কুলকে হারিয়ে। খেলা ছিল ব্রজেন্দ্রনগর স্কুল মাঠেই। সাব্রুম ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট চলছে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে বজেন্দ্র নগর স্কুল দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। গুয়াচাঁদ স্কুলের বোলারদের দাপটে ব্রজেন্দ্র নগরের ব্যাটার্সরা দ্রুতই চুপসে যায়। ১৭.১ ওভার খেলে ৬২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে তৃষান দেবনাথ ১৪ এবং কৃষাণ নাথ ১০ রান পায়। অতিরিক্ত ২৩ রান না পেলে দলের স্কোর অর্ধশতকও হতো না। গুয়াচাঁদ স্কুলের জয় নাথ ১১ রানে তিনটি উইকেট দখল করে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া, আদিত্য দেবনাথ ও প্রসেনজিৎ দেবনাথ দুটি করে উইকেট পেয়েছে। আকাশ দেবনাথ, সুমিত আইচ ও গৌরব নমঃ প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে গুয়াচাঁদ হাই স্কুল ৮.১ ওভার খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। শমিত আইচ ৩৫ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। বজেন্দ্র নগর স্কুলের শান্ত রাই দুইটি ও সঞ্জয় দাস একটি উইকেট পেয়েছে।
2023-02-25