রায়পুর, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): কংগ্রেস তথা সমগ্র দেশের জন্য এখন একটি চ্যালেঞ্জিং সময়। বললেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। শনিবার ছত্তিশগড়ের রায়পুরে কংগ্রেস পূর্ণাঙ্গ অধিবেশনে সোনিয়া গান্ধী বলেছেন, কংগ্রেস এবং সমগ্র দেশের জন্য এখন একটি চ্যালেঞ্জিং সময়। বিজেপি-আরএসএস দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে দখল ও ধ্বংস করেছে। গুটিকয়েক ব্যবসায়ীর পক্ষ নিয়ে অর্থনৈতিক বিপর্যয় ঘটিয়েছে।
সোনিয়া গান্ধী আরও বলেছেন, ২০০৪ ও ২০০৯ সালে মনমোহন সিং-এর দক্ষ নেতৃত্বের সঙ্গে আমাদের বিজয় আমাকে ব্যক্তিগত সন্তুষ্টি দিয়েছিল, কিন্তু যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি তৃপ্ত করে তা হল আমার ইনিংস ভারত জোড়ো যাত্রার সঙ্গে শেষ হতে পারত, যা কংগ্রেসের জন্য একটি টার্নিং পয়েন্ট। সোনিয়া বলেছেন, কংগ্রেস সিডব্লিউসি-তে এসসি, এসটি, ওবিসি, সংখ্যালঘু, মহিলা, তরুণদের ৫০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে।