লস এঞ্জেলেস, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): অপ্রতিরোধ্য আরআরআর! একের পর এক কীর্তি স্থাপন করেই চলেছে রাজামৌলি পরিচালিত এই ব্লকব্লাস্টারটি। এর আগে গোল্ডেন গ্লোবস ও ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডস-এর মঞ্চে পুরষ্কৃত হয়েছে এই সিনেমা। এবার হলিউডের ক্রিটিক্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসেও পুরষ্কার জিতল আরআরআর। সেরা অ্যাকশন ফিল্ম হিসেবে এই খেতাব জিতেছে রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনিত এই সিনেমা।
শুধু তাই নয়! এই একই বিভাগে মনোনীত হয়েছিল টম ক্রুজ অভিনিত হলিউড অ্যাকশন ফিল্ম টপ গান ম্যাভেরিক। এই ধরনের জনপ্রিয় হলিউড সিনেমাকে হারিয়ে সেরার শিরোপা অর্জন করেছে আরআরআর। আজ, এসএস রাজামৌলি নিজে হাতে এই পুরষ্কার গ্রহণ করেন। হাতে অ্যাওয়ার্ড পেয়েই তিনি ধন্যবাদ জানিয়েছেন, আরআরআর-এর স্টান্ট কুশীলবদের। হলিউডের বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদানকারী সংগঠনগুলি যাতে স্টান্টম্যানদেরকেও পুরষ্কার প্রদানের ব্যবস্থা করেন, সেই বিষয়ে বিশেষ অনুরোধ জানিয়েছেন পরিচালক।