লণ্ডন, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) : রাশিয়া বিনা প্ররোচনায় ইউক্রেনের উপর হামলা করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তিতে এভাবেই সরব হলেন ব্রিটেনের রাজা চার্লস । বাকিংহাম প্যালেস থেকে জারি করা একটি বিবৃতিতে ব্রিটিশ রাজা এ কথা বলেছেন চার্লস ।
শুক্রবার ছিল ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বর্ষপূর্তি । ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণের প্রথম বর্ষপূর্তিতে ব্রিটেনের কিং চার্লস এক বিবৃতিতে বলেছেন, বিনা প্ররোচনায় পুরো শক্তি দিয়ে রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ নামিয়ে এনেছে। রাশিয়ার হামলার সামনে ইউক্রেন সাহস দেখিয়েছে বলেও জানান তিনি। বিবৃতিতে কিং চার্লস লিখেছেন, ‘বিনা প্ররোচনায় রাশিয়ার পুরো শক্তির আক্রমণে ইউক্রেনের জনগণ এক বছর ধরে অকল্পনীয়ভাবে ভুগছে। এই ধরনের মানবিক ট্র্যাজেডির মুখে তারা সত্যিই অসাধারণ সাহস ও স্থিতিস্থাপকতা দেখিয়েছে।’
উল্লেখ্য ২০২২ সালের ২৪ ফ্রেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। তার পর থেকে এক বছর ধরে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। ধ্বংস হয়েছে ইউক্রেনের হাসপাতাল থেকে আবাসন ও সরকারি ভবন। যুদ্ধের বর্ষপূর্তিতে ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবিতে প্রস্তাব পাশ হয় রাষ্ট্রপুঞ্জে। সেই ভোটাভুটি প্রক্রিয়ায় ভারত, চিন-সহ ৩২ সদস্য ভোটে অংশগ্রহণ করেনি। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি বিষয়টি নিয়ে রুচিরা কম্বোজ জানান, ‘‘ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন। আমাদের মনে হয় এই প্রস্তাবে দীর্ঘস্থায়ী শান্তি সুরক্ষিত করার যে পন্থার কথা বলা হয়েছে, তাতে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। আর সেই কারণেই আমরা ভোটদান থেকে নিজেদের বিরত রাখছি।