ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি।। ফেডারেশন কাপ মাস্টার্স পাওয়ার লিফটিং প্রতিযোগিতা এবছর হবে জম্মু-র ভগবতী নগরে। আগামীকাল থেকে এই প্রতিযোগিতা শুরু হয়ে চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ওই আসরের মধ্য দিয়েই এশিয়ান গেমস মাস্টার্স পাওয়ার লিফটিং প্রতিযোগিতার জন্য বাছাই করা হবে জাতীয় দল। ওই আসরে অংশ নিতে গেলেন রাজ্যের ২ জন পাওয়ার লিফটার। জাতীয় আসরে সাফল্য পাওয়া রাজ্যের ২ পাওয়ার লিফটার ফেডারেশন কাপে অংশ নিতে আজ, বুধবারের বিমানে জম্মু-র উদ্দেশ্যে রওয়ানা হলেন। ওই ২ জষ পাওয়ার লিফটার হলেন অমল কুমার ঘোষ এবং অমরদীপ দেববর্মা। ওই দুজনের সঙ্গে কোচ এবং ম্যানেজার হিসাবে গেছেন শান্তুনু সূত্রধর এবং প্রীয়তোষ দাস। রাজ্য পাওয়ার লিফটিং সংস্থার সচিব নারায়ন দেবনাথ এখবর জানিয়েছেন। তিনি আশা করেন, ফেডারেশন কাপে ভালো ফলাফল করে নির্বাচকদের নজর কাড়বে রাজ্যের দুই পাওয়ার লিফটার। সাফল্যের নিরিখে তারা জাতীয় দলেও জায়গা করে নেবে।
2023-02-22