হাফলং সদর থানার নতুন ভবন উদ্বোধন আইজিপি দেবজ্যোতি মুখার্জির

হাফলং (অসম), ২২ ফেব্রুয়ারি (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাও এখন শান্তির দ্বীপ। পাহাড়ি এই জেলায় এখন শান্তি বিরাজ করছে। এমন-কি ডিমা হাসাও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতিও এখন অনেক উন্নত, মন্তব্য রাজ্য পুলিশের সেন্ট্রাল রেঞ্জের আইজিপি দেবজ্যোতি মুখার্জি। বুধবার হাফলং সদর থানার নতুন ভবনের উদ্বোধন করে কথাগুলি বলেন আইজিপি দেবজ্যোতি মুখার্জি।

আইজিপি দেবজ্যোতি বলেন, অসমের অন্যতম পাহাড়ি এই জেলা ডিমা হাসাও পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান। আর অসমের এই পাহাড়ি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন এখানে পর্যটকদের ভিড় বাড়ছে। বিভিন্ন স্থান থেকে পাহাড়ি জেলায় পর্যটকরা আসছেন। তাই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং পাহাড়ি জেলাকে অপরাধমুক্ত রাখতে ও জনগণের সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে পুলিশ সব সময় সচেষ্ট রয়েছে।

আজ বুধবার মৈত্রী প্রকল্পের অধীনে ১ কোটি ৬৫ লক্ষ ৯৮ হাজার ১৪৮ টাকা ব্যয়ে নির্মিত হাফলং সদর থানার নতুন ভবন উদ্বোধন করে আইজিপি আরও বলেন, হাফলং সদর থানা ১৯৪৯ সালের ২১ জুন স্থাপিত হয়েছিল। এই থানার অধীনে রয়েছে তিনটি আউট পোস্ট যেমন হাফলং সরকারি হাসপাতাল আউট পোস্ট, সরকারি বাগান পুলিশ আউট পোস্ট এবং গুঞ্জুং পুলিশ আউট পোস্ট। হাফলং সদর থানার অধীনে রয়েছে ১,৩৮৫ স্কয়ার কিলোমিটার। হাফলং সদর থানার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিমা হাসাওয়ের পুলিশ সুপার ময়ঙ্ক কুমার, ডিমা হাসাও জেলার বিভিন্ন থানার অফিসার এবং শহিদ পুলিশের পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *