নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লির বাতাস আবারও দূষণের কবলে চলে গেল, পাশাপাশি ঘন কুয়াশার দাপটে নাস্তানাবুদ হতে হল দিল্লীবাসীকে। বুধবার সকালে দিল্লির বাতাসের গুণগতমান (এয়ার কোয়ালিটি ইন্ডেক্স) পৌঁছে যায় ২০১-এ। ঘন কুয়াশার দাপটে রাজধানীতে এদিন জনজীবন বিপর্যস্ত হয়েছে। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যায়।
বুধবার ভোরের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানী দিল্লি-এনসিআর। কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পালম অবজারভেটরিতে ৫০ মিটারের নীচে নেমে যায় দৃশ্যমানতা। দিল্লির পাশাপাশি এদিন সকালে কুয়াশাচ্ছন্ন ছিল হরিয়ানা, পশ্চিম রাজস্থান, বিহার ও ওডিশার কিছু অংশ। রাজধানীতে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।