দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলছে বুধবার, নতুন মেয়র পেতে চলেছে দিল্লি

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): অনেক বিলম্বের পর বুধবার নতুন মেয়র পেতে চলেছে রাজধানী দিল্লি। তিনটি ব্যর্থ প্রচেষ্টার পর, সুপ্রিম কোর্টের আদেশের পরই মেয়র নির্বাচনের মঞ্চ তৈরি হয়েছে। গত সপ্তাহে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা মিউনিসিপ্যাল ​​হাউস আহ্বান করার অনুমোদন দেন, এরপর ঠিক হয় মেয়র, ডেপুটি মেয়র এবং স্থায়ী কমিটির ছয় সদস্যের পদের নির্বাচন ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট মেয়র, ডেপুটি মেয়র এবং স্থায়ী কমিটির সদস্যদের নির্বাচনের তারিখ নির্ধারণের জন্য দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (এমসিডি) প্রথম বৈঠক ডাকার জন্য ২৪ ঘন্টার মধ্যে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছিল।