নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ এক আজব ঘটনার সাক্ষী হল গোলাঘাটি সহ বিশালগড়ের মানুষ৷ ভোট কর্মীদের দ্বারাই ইভিএম মেশিন অন্যত্র সরিয়ে ফেলার গুরুতর অভিযোগ!
ভারতের নির্বাচন কমিশন রাজ্যে এবারের বিধানসভা নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেও একাংশের বদান্যতায় ভোট প্রক্রিয়া কলঙ্কিত হয়েছে৷ গোলাঘাটি বিধানসভার পাথালিয়াঘাট ভোটকেন্দ্রের ৫০ নং বুথের নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর বৃহস্পতিবার রাতে ভোট কর্মীদের দ্বারাই ইভিএম মেশিন প্রকৃত গন্তব্যস্থলে না নিয়ে অন্যত্র সরিয়ে ফেলার গুরুতর অভিযোগ তুলেছে তিপরা মথার কর্মী সমর্থকরা৷ বৃহস্পতিবার গোলাঘাটি বিধানসভার পাথালিয়া ঘাট ৫০ নং বুথে ভোট প্রক্রিয়া শেষ হওয়ার ইভিএম মেশিন সিল করে জম্পুইজলা মহকুমা শাসকের অফিসে জমা দেওয়ার জন্য নিয়ে যাওয়ার কথা৷ কিন্তু ভোট কর্মীরা ইভিএম মেশিন নিয়ে জম্পুইজলার উদ্দেশ্যে না গিয়ে বিশালগড়ের দিকে চলে যাচ্ছিল৷ ঠিক সেই সময় ঘটনাটি নজরে আসে তিপরা মথার কর্মী সমর্থকদের৷ তখনই তিপরা মথার কর্মী সমর্থকরা সময় নষ্ট না করে ভোট কর্মীদের গাড়ির পেছনে ধাওয়া করে এবং ইভিএম মেশিন সহ বুথ কর্মীদের গাড়ি রুখে দেয়৷ তারা জানতে চায় পাথালিয়াঘাট ভোট কেন্দ্রের ৫০ নং বুথের ইভিএম মেশিন নিয়ে জম্পুইজলা মহকুমা শাসক অফিসে না গিয়ে বিশালগড়ের দিকে কেন নিয়ে যাচ্ছে৷ ততক্ষণে তিপরা মথার অন্যান্য কর্মী সমর্থকরা ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে৷ ভোট কর্মীদের এই প্রশ্ণ জিজ্ঞাসা করলে তারা সঠিক উত্তর দিতে পারেনি৷ যার ফলে তিপরা মথার কর্মী সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে উঠে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় পুলিশ ও বিশাল পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান৷ বৃহস্পতিবার রাতেই নির্বাচন আধিকারিকরা এসে ইভিএম মেশিন রাস্তা থেকে ঘুরিয়ে জম্পুই জলা মহকুমা শাসক অফিসে নিয়ে যায়৷ ভোট কর্মীদের দ্বারা এই ধরনের ঘটনায় গোলাঘাটি বিধানসভা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ তবে এই ঘটনার জেরে তিপরা মথার পক্ষ থেকে ভোট কর্মীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছে৷
2023-02-17