জম্পুইজলায় নারী পাচারকারী মহিলা আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ রাজ্যে নারী পাচারকারী ফের সক্রিয় হয়ে উঠেছে৷ তাতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ জম্পুই জেলায় এক নারী পাচারকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ স্থানীয় সূত্রে জানা যায় এক নারী পাচারকারীকে আটক করল স্থানীয় জনতা৷ তবে তাঁকে শিকল দিয়ে আটক রাখার ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে৷ আটক মহিলার নাম সাবিনা বেগম৷ ঘটনা জম্পুইজলায়৷ ঘটনার বিবরণে জানা যায়, নারীপাচার কান্ডের সাথে যুক্ত এক মহিলাকে শুক্রবার আটক করা হয় জম্পুইজলা এলাকায়৷ জানা যায় গত শনিবার পাথালিয়াঘাটের মন্তাইছড়ার দুই মেয়েকে নিয়ে যায় সাবিনা বেগম৷ তার বাড়ি জম্পুইজলা নব চৌধুরী পাড়া৷ পাথালিয়া ঘাটের বাসিন্দা বাবুল মিয়া এক হাজার টাকা দিয়ে মেয়ে দুইটিকে তার কাছে পৌঁছে দেওয়ার কথা বলে৷ পাচারকারী তাদের উদয়পুর এক বাড়িতে নিয়ে রাখে৷ রবিবার সেই বাড়ি থেকে মেয়েদের আনতে লোক পাঠালে বাড়ির সদস্যরা মিলে মারধোর করে তাড়িয়ে দেয়৷ সাবিনাকে আটক করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে৷ সেখানে থেকে ছূটে আসে সে৷ এরপর নিজ এলাকায় ফিরতেই সাবিনাকে আটক করে মেয়েদের অভিভাবকেরা৷ তাদের অভিযোগ বাবুল মিয়া কেবল নারী পাচার নয়, নেশার ব্যবসার সাথে জড়িত৷