চোপড়া, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : জমির নথি জালিয়াতির অভিযোগে সোমবার দিনভর বিক্ষোভে উত্তাল হল উত্তর দিনাজপুরের চোপড়ার বিএলএলআরও অফিস। যার জেরে এদিন অফিসের বিভিন্ন কাজকর্ম শিকেয় উঠে। সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ চলে। চোপড়ার বিএলএলআরও সুবিমল চক্রবর্তী জানান, হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের ইউনুস আলি ও ইউসুফ আলি পরিবারের মধ্যে জমি সংক্রান্ত সমস্যা হয়েছে। ইউনুস ও ইউসুফের বাবার নাম এক। একই এলাকায় তাঁদের জমি রয়েছে। এদিন এক পক্ষ অভিযোগ এনেছিল। তাদের কাগজপত্র খতিয়ে দেখা হয়েছে। আরও কিছু নথি চাওয়া হয়েছে। প্রয়োজনে তাঁরা আইনের আশ্রয় নিতে পারেন। পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ তাহের আহমেদ কথায়, হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের ইউসুফ আলির পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
2023-02-13