৮০ উর্ধ ও দিব্যাঙ্গজনদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷  ৮০ উর্ধ এবং দিব্যাঙ্গজনদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু৷ বৃহস্পতিবার যারা সুনির্দিষ্ট ফর্ম ১২ ডি- তে আবেদন করেছেন তাদের বাড়ি বাড়ি যায় ভোট গ্রহণ কর্মীরা৷ এই পক্রিয়া চলবে শুক্রবার পর্যন্ত৷ ৮০ উর্ধ যে সমস্ত ভোটারেরা আছেন  তাদের ভোটদানের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন৷ আবেদনের উপর ভিত্তি করে তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে কমিশনের একটি টিম৷ এরপর বাড়িতে বসেই তারা প্রয়োগ করতে পারবেন নিজের ভোটাধিকার৷ একই রকম ভাবে দিব্যাঙ্গজনরাও এই সুবিধা গ্রহণ করতে পারবেন৷ সেই মোতাবেক বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৮০ উর্ধ এবং দিব্যাঙ্গ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পক্রিয়া৷ সারা রাজ্যের সঙ্গে সদর মহকুমার অন্তর্গত ৮ টি বিধানসভা কেন্দ্রের ৮০ উর্ধ এবং দিব্যাঙ্গ ভোটারদের বাড়ি বাড়ি ভোট গ্রহণের কাজ শুরু হয়েছে৷ যারা সুনির্দিষ্ট ফর্ম ১২ ডি- আবেদন পত্রে এই সুবিধা গ্রহণের জন্য আবেদন করেছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে  ভোট গ্রহণ করছে ভোট কর্মীরা৷ এই ক্ষেত্রে প্রতিটি দলে রয়েছে দুইজন পোলিং অফিসার , একজন মাইক্রোবজারভার , ১জন ভিডিও গ্রাফার এবং একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন৷ ভোট কর্মীদের দিক নির্দেশনা দেন সেক্টর অফিসার ও বি এল ও৷ সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই ভাবে ভোট গ্রহণ করে দলটি৷ আগামী ১০ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই পক্রিয়া৷