দাঙ্গা লাগানো নয়, একতার জন্য লড়াই করে যাচ্ছি, মৃত্যুর আগে ত্রিপুরায় সকলের সাংবিধানিক অধিকার দিতে চাইছি : প্রদ্যোত

আগরতলা, ৮ ফেব্রুয়ারি(হি. স.) : দাঙ্গা লাগানো নয়, একতার জন্য লড়াই করে যাচ্ছি। মৃত্যুর আগে ত্রিপুরায় সকলের সাংবিধানিক অধিকার দিতে চাইছি। নির্বাচনী জনসভায় আজ শান্তিরবাজারে আবেগ ও ঝাঁজ দুইয়ের সংমিশ্রণে প্রচারে ঝড় তুলেছেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। তাঁর দাবি, কাউকে ধোঁকা দিতে পারব না। সাংবিধানিক অধিকারের জন্য লড়াই করছি। কারোর অধিকার কেড়ে নিতে চাইনা।

এদিন প্রদ্যোতের কটাক্ষ, নির্বাচন আসলেই দিল্লি থেকে নেতারা মিথ্যা প্রতিশ্রুতির ডালি সাজিয়ে চলে আসেন। এরপর পাঁচ বছর তাঁদের খুঁজে পাওয়া যায়না। মিস কলে চাকুরী হবে প্রতিশ্রুতি ছিল। আজ ত্রিপুরার মানুষ তাঁকেই খুঁজে পাচ্ছেন না। তাঁর দাবি, পাঁচ বছর পর ওই নেতারা আবার ত্রিপুরায় আসা যাওয়া করছেন। নির্বাচন সমাপ্ত হতেই তাঁরা উধাও হয়ে যাবেন। কারণ, তাঁরা শুধুই ত্রিপুরার মানুষকে ধোকা দিচ্ছেন।

প্রদ্যোতের বক্তব্য, গত পঞ্চাশ বছরে এভাবেই মানুষকে ধোকা দেওয়া হয়েছে। কিন্তু, এই প্রথম লিখিত প্রতিশ্রুতি ছাড়া দাবি নিয়ে আপোষ করা হয়নি। তাই, তিপরা মথা এখন সিপিএমের সাথে মিলে গেছে বলে প্রচার চালানো হচ্ছে।

তাঁর দাবি, দিল্লি যখন ডেকে পাঠিয়েছিল তখন তিপরা মথা সিপিএমের সাথে মিলে যায়নি। কিন্তু, দিল্লির কথায় রাজি না হওয়ায় এখন আমার উপর নানাভাবে চাপ দেওয়া হচ্ছে। তিনি বলেন, এই মুহুর্তে ভীষণ অসুস্থ আমি। কতদিন লড়তে পারব বলতে পারিনা। কিন্তু, কাউকে ধোকা দিতে পারব না। মৃত্যুর আগে পর্যন্ত সাংবিধানিক অধিকার দিয়ে যাওয়ার চেষ্টা করব।

প্রদ্যোতের কথায়, ত্রিপুরায় হিন্দু, মুসলিম, বাঙালি, জনজাতি নিয়ে ভেদাভেদ তৈরির চেষ্টা চলছে। জাতির ভিত্তিতে তাঁদের পরিচিতি বানানো হচ্ছে। কিন্তু, সকলের একটাই পরিচয় আপনার গরীব এবং বেকার, তার বাইরে কিছুই নয়। তাঁর সাফ কথা, দাঁড়ি দেখে রাজনীতি করিনা। হাতে কোরান যদি থাকে, তাহলে ল্যাপটপও থাকুক আমি চাই।এদিন তিনি অসমের মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, হিমন্ত বিশ্ব শর্মা আমাকে হিন্দু বিরোধী বলে থাকেন। তাঁরা সর্বদাই হিন্দু বিপদে আছেন বলে থাকেন। যদি, এমনই পরিস্থিতি হয়ে থাকে, তাহলে তাঁদের বাঁচান। তাঁদের নামে রাজনীতি বন্ধ করুন। প্রদ্যোতের দাবি, তাঁদের রাজনীতি শুধুই দাঙ্গা লাগানোর জন্য। আমি ত্রিপুরায় লড়াই জারি রেখেছি একতার জন্য। তাঁর সাফ কথা, সাংবিধানিক অধিকারের জন্য লড়াই করছি। কারোর অধিকার কেড়ে নিতে চাই না। তাই, আজ তিনি তিপরা মথার প্রার্থীদের বিপুল জয়ী করে অধিকার প্রতিষ্ঠার আবেদন জানিয়েছেন।