ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি।। সুজিত ঋষি দাসের অলরাউন্ড পারফরম্যান্স। প্রথমে ব্যাট হাতে ৭৯ রান করার পর বল হাতে ৬ উইকেট তুলে নিয়ে ছৈলেংটা ক্রিকেট জোনকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেয়। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। ঘাঘরাছড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে ছৈলেংটা ক্রিকেট জোন ১৬২ রানে পরাজিত করে ধূমাছড়া ক্রিকেট জোনকে। রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ছৈলেংটা ক্রিকেট জোন ২৬৭ রান করে। দলের পক্ষে সুজিত ঋষি দাস ৬৮ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৯,অর্ঘদ্বীপ চৌধুরি ৩৯ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৫৪,অনিকেত রায় ৩৫ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৫০ এবং জয়দীপ রায় ২৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ (অপ:) রান করে। ধূমাছড়া ক্রিকেট জোনের পক্ষে রাজু ত্রিপুরা (৬/৬৮) এবং জয় ত্রিপুরা (২/৮১) সফল বোলার। জবাবে খেলতে নেমে সুজিত ঋষি দাসের (৬/২৭) বিধ্বংসী বোলিংয়ে ১০৫ রানে গুটিয়ে যায় ধূমাছড়া ক্রিকেট জোন। দল সর্বোচ্চ ৪৫ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে কৃতিরাজ দেববর্মা ২৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং সত্যজিৎ দেববর্মা ২৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। ছৈলেংটা ক্রিকেট জোনের পক্ষে সুজিত ছাড়া অনিকেত রায় (৩/১৫) সফল বোলার।
2023-02-05

