রবিদাস জন্ম-জয়ন্তীতে সৌহার্দ্যপূর্ণ জীবনযাপনের আহ্বান রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : রবিবার মহান সাধক গুরু রবিদাসের জন্মবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সামাজিক সম্প্রীতির সাথে সম্পর্কিত তাঁর শিক্ষাকে আমাদের জীবনে গ্রহণ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তাঁরা।
রাষ্ট্রপতি মুর্মু বলেন, সাধক রবিদাস, যিনি শ্রমকে ভগবান মনে করতেন, তিনি জাতি-ধর্ম বৈষম্যমুক্ত একটি সমতাভিত্তিক সমাজের কল্পনা করেছিলেন। সকল দেশবাসী তাঁর সামাজিক সম্প্রীতির শিক্ষাকে তাদের জীবনে ধারণ করুক এটাই তাঁর কামনা।
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেন, সাধক-কবি গুরু রবিদাস জি তাঁর লেখার মাধ্যমে মানবতাকে ঐক্য ও বিশ্ব ভ্রাতৃত্বের সঠিক পথ দেখিয়েছিলেন। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করতে তার অবদান আগামী প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে। এদিকে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, মহান সমাজ সংস্কারক ও কবি, যিনি সম্প্রীতি ও পারস্পরিক ভ্রাতৃত্বকে সত্য ধর্ম বলে বিশ্বাস করতেন, সন্ত শিরোমণি গুরু রবিদাসের জন্মবার্ষিকীতে সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। সাধক রবিদাস জি তাঁর জীবন দর্শনের মাধ্যমে সমাজে এক নতুন চেতনা জাগিয়েছিলেন সমাজ থেকে কুসংস্কার দূর করার জন্য।