নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স) : সীমান্তে উত্তেজনা রেখেই ১৩ তম সামরিক বৈঠকে বসতে চলেছে ভারত -চীন। চুসুল-এ অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকে উপস্থিত থাকবেন ভারতের তরফ থেকে জেনারেল পি জি কে মেনন। অন্যদিকে চিনের তরফ থেকে উপস্থিত থাকবেন জেনারেল লিউ লিন। এমনটাই সূত্রের খবর।
আগামীকাল রবিবার অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকের দিকে তাকিয়ে আন্তর্জাতিক মহল। একাধিকবার ভারত -চিন বৈঠক হলেও, সে বৈঠক খুব একটা ফলপ্রসূ হয়নি। একাধিকবার বৈঠকের পরেও দেখা গেছে চীন-ভারত সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করেছে।
২০১৭ সালের মে মাসে গলওয়ান প্রদেশ দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, তার পরই উত্তরাখণ্ডের বারাহতি দিয়ে ১০০ জন চিনা ঘোড়সওয়ার সৈনিক ভারতের অংশে অনুপ্রবেশের চেষ্টা করে । পাশাপাশি একটা অস্থায়ী ব্রিজ উড়িয়ে দেয় তারা। দু’দিন আগেই অরুণাচল প্রদেশ তাওয়াং দিয়ে ২০০ জন সেনা ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। সীমান্তরক্ষী বাহিনীর তত্পরতায় অনুপ্রবেশের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।
শনিবার চিন অধিকৃত আকসাই চিন এলাকায় সীমান্ত সংলগ্ন অঞ্চলে ১০ হাজার লাল ফৌজ মোতায়েন করেছে চিনা সরকার। সেইসঙ্গে মাঝারি মাপের ক্ষেপণাস্ত্র। মাঝারি মাপের কামানও সঙ্গে করে নিয়ে অবস্থান করছে লাল ফৌজ। যার পাল্টা ভারত সীমান্তেও সৈন্য সংখ্যা বাড়াচ্ছে ভারত সরকার। এই উত্তেজনার আবহেই ১৩ তম সামরিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে রবিবার। এর আগে ১২ তম সামরিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল চিনা ভূখণ্ডে মালডোতে। প্রায় ১১ ঘণ্টা ধরে চলা সেই বৈঠকের নির্যাস খুব একটা ফলপ্রসূ হয়নি। ৩৪৪০ কিলোমিটার জুড়ে লাইন অব একচুয়াল কন্ট্রোলকে ঘিরেই সমস্যা। সেই সমস্যার সমাধান এই ১৩ তম সামরিক বৈঠকে কতটুকু নিষ্পত্তি হবে সে দিকে তাকিয়ে সাড়া বিশ্ব।