BRAKING NEWS

Congress : ১৬ অক্টোবর কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক, শুরু হতে পারে স্থায়ী সভাপতি নির্বাচনের প্রক্রিয়া

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.) : ছ’মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। এখন স্থায়ী সভাপতি খুঁজে পায়নি কংগ্রেস। বরং অন্তর্কলহ আরও বেড়েছে দলের মধ্যে। এর মধ্যেই আগামী ১৬ অক্টোবর একাদশীর দিন বৈঠকে বসবে কংগ্রেস ওয়ার্কিং কমিটি । শনিবার এমনটাই জানিয়েছেন এআইসিসি-র সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল।


বেণুগোপাল টুইটারে লিখেছেন, ‘আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায় নয়াদিল্লির ২৪ আকবর রোডে এআইসিসি-র সদর দফতরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হবে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট এবং সাংগঠনিক নির্বাচন নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে।’


দলের অন্দরে বিদ্রোহের আঁচ মিলেছিল আগেই। গত এক বছর ধরে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী তা ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করছিলেন। নানা ভাবে বিক্ষুব্ধদের ক্ষোভ প্রশমনের কাজও চলছিল। কিন্তু পঞ্জাব এবং ছত্তীসগঢ়ের ঘটনার জেরে ফের সরব হয়েছেন গুলাম নবি আজাদ, কপিল সিব্বল, মণীশ তিওয়ারিরা। দলে স্থায়ী সভাপতি নির্বাচনের দাবি তুলেছেন তাঁরা।


এই পরিস্থিতিতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির বৈঠকে এআইসিসি-র পূর্ণাঙ্গ অধিবেশন ডেকে সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী ১৬ অক্টোবর একাদশীর দিন ভার্চুয়াল ওই বৈঠকে সকাল ১০টায় ২৪ নম্বর আকবর রোডে বসবেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা বঢরা, রণদীপ সিং সুরজেওয়ালারা। বাকি নেতারা ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন।


প্রসঙ্গত, এক বছর আগে কংগ্রেসে ‘স্থায়ী নেতৃত্বের অভাব এবং সাংগঠনিক সমস্যা’ তুলে ধরে অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়াকে চিঠি পাঠিয়েছিলেন ২৩ জন প্রথম সারির প্রবীণ ও নবীন নেতা (গ্রুপ-২৩ বা জি-২৩ নামে যাঁরা পরিচিত ইতিমধ্যেই) । দাবি তুলেছিলেন, দলে স্থায়ী সভাপতি নির্বাচনের। কিন্তু তা পূরণ হয়নি এখনও।


‘হাইকমান্ডের’ কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা ওই নেতারা পঞ্জাব পরিস্থিতির পর ফের সরব হয়েছেন। এমনকি, তাঁদেরই এক জন সিব্বল বলে দিয়েছেন, ‘‘আমরা জি-২৩। তার মানে ‘জো হুজুর-২৩’ নই মোটেই। তাই প্রশ্ন তুলে যাবই।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *