Minister visited Sonatala ITI College : খোয়াইয়ের সোনাতলা আইটিআই কলেজ পরিদর্শন করলেন রাজ্যের শিল্প-বাণিজ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর।। খোয়াইয়ের সোনাতলা আইটিআই কলেজ পরিদর্শন করলেন রাজ্যের শিল্প-বাণিজ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। সফরকালে আইটিআই কলেজ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন তিনি। সোমবার দুপুরে সোনাতলা আইটিআই কলেজ পরিদর্শন কালে আইটিআই কলেজের প্রিন্সিপাল কক্ষে আইটিআই কলেজ পরিকাঠামো ও বিভিন্ন সমস্যা নিয়ে শিল্প-বাণিজ্য দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করেন।

তাছাড়া ছাত্র-ছাত্রীদের কোন সমস্যা হচ্ছে কিনা , প্রয়োজনীয় বিষয়গুলো খোঁজখবর নেন শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে। কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন সোনাতলা আইটিআই কলেজের চারটি স্ট্রিম রয়েছে। ইলেকট্রিক, পাম্প অপারেটর, কোপা, ম্যাসন। মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১২০ জন।পরিদর্শন শেষে মন্ত্রী জানান রাজ্যের ১৯ টি আই টি আই কলেজ রয়েছে। সেই গুলির মধ্যে একটি সোনাতলা আইটিআই কলেজ। পরিকাঠামো সহ বিভিন্ন বিষয়গুলির সমস্যা রয়েছে কিনা সেই বিষয় গুলি খোঁজ খবর নিতে মূলত ভিজিট করা। আইটিআই কলেজের ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আর কোন কিছু কমতি থাকলে দপ্তর সেগুলি প্রদান করবে।