Miscreants demolished the tea shop : জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় দুষ্কৃতিকারীরা ভেঙ্গে গুড়িয়ে দিল চায়ের দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।। বিশালগড় থানা এলাকার জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় দুষ্কৃতিকারীরা ভেঙ্গে গুড়িয়ে দিল রঞ্জিত শিবের চায়ের দোকান। ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় ,বুধবার গভীর রাতে রঞ্জিত শিবের চায়ের দোকান ভেঙ্গে লন্ডভন্ড করে তছনছ করে ফেলে দেয় দুস্কৃতিকারীরা ।সকালবেলা অন্যান্য দিনের মতো আজ রঞ্জিত শিব দোকানে গিয়ে দেখতে পান দোকানের সমস্ত জিনিসপত্র এবং দোকান ঘরটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুস্কৃতিকারীরা ।সঙ্গে সঙ্গে উনার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়লো। জানা যায় ,রঞ্জিত শিব সেই চায়ের দোকান করে সংসার প্রতিফলন করে। ঘটনাস্থলে খবর পেয়ে স্থানীয় সংবাদ কর্মীরা ছুটে যায়।

সেখানে গিয়ে রঞ্জিত শিবের কাছ থেকে জানতে গেলে উনি কিছু বলতে নারাজ। অফ ক্যামেরার সামনে বলেন যদি সংবাদমাধ্যমের সামনে উনি মুখ খোলেন তাহলে উনার বাড়িঘর জ্বালিয়ে দেবে। উনি আতঙ্কিত হয়ে কিছু বলতে চাইলেন না সংবাদমাধ্যমের কাছে। বিশালগড় মহকুমা এলাকায় রাতের অন্ধকারে এবং দিনদুপুরে দুস্কৃতিকারীরা প্রকাশ্যেই এই ধরনের কার্যকলাপ করে যাচ্ছে। পুলিশ জানে এ সমস্ত কাজ কর্মের সাথে কারা জড়িত। অথচ কোন অদৃশ্য শক্তির কারণে কোন পদক্ষেপ নিতে পারছে না। এরকম অবস্থা থাকলে মানুষ কিভাবে নিরাপত্তা পাবে এবং থ্যাংক ইউ চিরবিদায় চলাফেরা করতে পারবে তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে।