কলকাতা, ২৯ সেপ্টেম্বর (হি.স) : বাঙালিদের উপর ভরসা নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বুধবার এমনই মন্তব্য করলেন সদ্য দলবদলকারী বাবুল সুপ্রিয়। দিল্লির বাংলো ছেড়ে বাংলায় ফিরে এলেন বাবুল সুপ্রিয়। হাওড়া স্টেশনে পা রেখেই প্রধানমন্ত্রী সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন আসনসোলের সাংসদ। তিনি বলেন, ‘বাঙালিদের উপর প্রধানমন্ত্রীর ভরসা নেই। তাই সাত বছরে বাংলা থেকে একজনও পূর্ণমন্ত্রী হননি।’
মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে এদিন বাবুলের গলায় ফের শোনা গেল প্রশংসার সুর। তিনি বলেন, ‘মানুষের জন্যে কাজ করতে মমতা দিদির নেতৃত্বে এসেছি। বাংলায় কাজ করতে পারলে ভালই হবে।’ ভবানীপুর উপ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে বলেই আশাবাদী বাবুল। তিনি বলেন, ‘ভবানীপুরে কারও প্রচারের দরকার পড়ে না। আপনারা দেখতেই পাবেন সেখানকার মানুষ কী রায় দেন।’ এছাড়াও বাবুল এদিন বলেন, ‘বাংলা থেকে যারা বিজেপিতে গিয়ে জিতেছিলেন তাঁদের সঙ্গে কোনও ভাবে কোথাও সামঞ্জস্য হচ্ছে না। এটাও উপলব্ধি করেছি।’ এ প্রসঙ্গে তিনি কংগ্রেস থেকে আসা ও বিজেপির বাংলা থেকে জেতা প্রার্থী আলুওয়ালিয়ার উদাহরণ তুলে ধরেন।
দিল্লি গিয়ে সাংসদ পদ ছেড়ে দেবেন বলেও জানিয়েছিলেন বাবুল। সেইমতো এদিন রাজধানী থেকে ফিরতেই সাংবাদিকরা তাঁকে সাংসদ পদ ছাড়ার প্রসঙ্গে প্রশ্ন করেন। বাবুলের জবাব, ‘পদত্যাগে কিছুটা সময় লাগবে।’ এদিন কার্যত দিল্লির পাঠ চুকিয়ে বাংলায় ফিরলেন তিনি। দিল্লিতে সাংসদের জন্য নির্দিষ্ট বাংলো ছেড়ে দিয়েছেন তিনি। বাংলো থেকে জিনিসপত্র নিয়ে দিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনে এদিনই হাওড়া স্টেশনে পৌঁছন।
এর আগেও কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, এই প্রশ্নের উত্তরে বাবুল বলেন, ‘সবথেকে জনপ্রিয় মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা নিয়ে তো কোনও প্রশ্নই নেই। ২০১৪ সালে মোদীজি ছিলেন ‘আশা’। ২০২৪-এ আমি যে দলে আছি, সেই দলের সুপ্রিমোর কথা তো অবশ্যই বলব।