Joining at Trinamool congress : মঙ্গলবার চার শতাধিক ছাত্র-যুব শাসক শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকাতলে সামিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৮ সেপ্টেম্বর।। তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত রয়েছে। মঙ্গলবার চার শতাধিক ছাত্র-যুব শাসক শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকাতলে সামিল হয়েছেন। রাজ্যের শাসক দল বিজেপির প্রতীক রীতিমত বিদ্রোহ ঘোষণা করে প্রতিদিন দল ছাড়ার হিড়িক চলেছে। মঙ্গলবার রাজ্যের বিভিন্ন স্থান থেকে ব্যাপক সংখ্যায় ছাত্র-যুবক তৃণমূল কংগ্রেসের পতাকাতলে সামিল হয়েছেন।আগরতলায় আয়োজিত যোগদান সভায় ছাত্র-যুবকদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন শীর্ষ নেতা সুবল ভৌমিক। যুবকদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে সুবল বাবু বলেন, রাজ্যের শাসক দল বিজেপির বিগত সাড়ে তিন বছরের কাজকর্মে ছাত্র যুবকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন।

সে কারণেই শাসক দলের প্রতি ধিক্কার জানিয়ে তারা তৃণমূল কংগ্রেসের পতাকাতলে সামিল হয়েছেন। তৃণমূল কংগ্রেসের জন্য এটা খুবই ইতিবাচক রাজনৈতিক বলে তিনি দাবি করেন। বিগত সাড়ে তিন বছরে এই রাজ্যে সাধারণ মানুষের কোন উপকার পড়েনি বর্তমান সরকার বলেও তিনি অভিযোগ করেন। মুষ্টিমেয় কিছু সংখ্যক শাসক দলের নেতা অট্টালিকা তৈরি করেছেন। তারা নিজেদের অর্থভাণ্ডার স্পিত করেছেন। এছাড়া সাধারণ মানুষের কোনো লাভ হয়নি বলে দাবি করেন সুবল ভৌমিক। তিনি বলেন তৃণমূল কংগ্রেস রাজ্যে এমন একটা সরকার গঠন করতে চায় যে সরকার মানুষের জন্য কাজ করবে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেমন মানুষের কল্যাণে কাজ চলছে ত্রিপুরাতেও জনমুখী সরকার গঠনের জন্য এগিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কে শক্তিশালী করার জন্য সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন সুবল বাবু। আইনে বেড়াজালের ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে কোনভাবেই আটকে রাখা যাবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস। যেকোনো মূল্যে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে সরকার গঠন করবে বলেও দলের থেকে দাবি করা হয়েছে।