One person was killed : পানিসাগরে রেলে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২২ সেপ্ঢেম্বর৷৷ পানিসাগরের ডলুবাড়ি এলাকায় রেলে কাটা পরে মৃত্যু হয় এক ব্যক্তির৷মৃত ব্যক্তির নাম সঞ্জয় শীল (৩৫)৷বাড়ি পানিসাগরের পেকুছড়ায়৷ ঘটনাস্থল থেকে পানিসাগর থানার পুলিশ ও ধর্মনগর জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়৷সাথে পানিসাগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত জারি রেখেছে৷


ঘটনার বিবরণে প্রকাশ, বুধবার রাত্রি বেলা উওর জেলার পানিসাগর মহকুমাধীন পানিসাগর মহাকুমার ডলুবাড়ি এলাকায় ধর্মনগর-আগরতলাগামী পেসেনার ট্রেনে কাটা পরে মৃত্যু হয় এক ব্যক্তির৷উক্ত পেসেঞ্জার ট্রেনটি পানিসাগরের ডলুবাড়ি এলাকা পেরিয়ে চলে যাবার বেশ কিছু ক্ষন পর সানীয় এলাকাবাসীদের নজরে আসে রেল লাইনে একটি মৃতদেহ পড়ে রয়েছে৷ঘটনা জানা জানি হতেই দুর্ঘটনা সলে লোক জন জড়ো হতে থাকে৷এদের মধ্যে থেকে এক প্রত্যক্ষদর্শী মৃতদেহ দেখে সনাক্ত করে যে,মৃত ব্যাক্তির বাড়ি পানিসাগর এলাকায়৷

তৎক্ষণাৎ ঘটনা সলে পৌছায় পানিসাগর থানা এবং ধর্মনগরের জি,আর,পি,এফ৷এই খবর ছড়িয়ে পরতেই মৃত ব্যক্তির ছোট ভাই দুর্ঘটনা সলে পৌছায় এবং মৃতদেহটি সনাক্ত করে তার বড় ভাই বলে জানায়৷জানা যায় যে,মৃত ব্যাক্তির নাম সঞ্জয় শীল(৩৫) পিতা- সুশীল শীল৷বাড়ি পেকুছড়া গ্রামের তিন নং ওয়ার্ডে৷পেষায় সে একজন ক্ষৌর কর্মী৷তার পরিবারে তিন বছর বয়সের একটি ফুটফুটে ছেলে সন্তান সহ স্ত্রী রয়েছে৷মৃত দেহ সনাক্তের পর আইনি প্রক্রিয়া সেরে মৃত দেহ রেল লাইন থেকে সরাতে জি,আর,পি,কিছুটা দেড়ি করায় ধর্মনগর গামী মালবাহী গাড়িটি দুর্ঘটনা সলে আটকা পড়ে৷প্রায় আধ ঘন্টা ট্রেনটি দাড়িয়ে থাকার পর মৃতদেহ সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়৷পানিসাগর পুলিশের সহায়তায় জি,আর,পি,এফ,মৃতদেহ ময়না তদন্তের জন্য পানিসাগর হাসপাতালে নিয়ে আসে৷তারপর ময়নাতদন্তের পর সঞ্জয় শীলের মৃতদেহ তার পরিবারের হাতে তোলে দেওয়া হবে৷তবে মৃত্যুর আসল রহস্য এখনো সঠিক ভাবে হয়নি বলে জানিয়েছেন পানিসাগর থানা কতৃপক্ষ৷এই নিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত কার্য জারি রাখা হয়েছে বলে জানিয়েছে পানিসাগর থানার পুলিশ৷