শ্রীনগর, ২২ সেপ্টেম্বর (হি.স.): ভোররাতে জোরপূর্বক মন্দিরে ঢোকার চেষ্টা করছিলেন একজন পুলিশ কর্মী। কিন্তু, নিরাপত্তায় থাকা প্রহরীর মনে হয়েছিল একজন জঙ্গি সন্ত্রাসী হামলা চালাতে চাইছে, অগত্যা গুলি করেন তিনি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর। মৃত পুলিশ কর্মীর নাম-অজয় ধর। কুপওয়ারা জেলার হাম্দওয়ারা থানায় তাঁর ডিউটি ছিল।
জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ভোররাতে হাম্দওয়ারা থানার পুলিশ কর্মী অজয় ধর গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। কুপওয়ারা জেলার হাম্দওয়ারা এলাকায় ভোররাত দু’টো নাগাদ মন্দিরে ঢোকার চেষ্টা করছিলেন তিনি। প্রহরী তাঁকে জঙ্গি ভেবে গুলি চালান, তাতেই ওই পুলিশ কর্মীর মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মন্দিরে ঘুমোতে গিয়েছিলেন অজয় ধর। পুলিশ জানিয়েছে, যখন সে মন্দিরের কাছে পৌঁছয় তখন তাঁর কানে হেডফোন ছিল। প্রহরী সন্দেহজনক গতিবিধি মনে করে তাঁকে ডাকেন, কিন্তু তিনি কোনও সাড়াশব্দ দেননি। তাই বাধ্য হয়েই গুলি চালান ওই প্রহরী।