ভারতে সক্রিয় রোগী কমে ০.৯৫ শতাংশ, ২৯৫ বেড়ে মৃত্যু ৪.৪৫-লক্ষাধিক

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের কমে গেল, সক্রিয় রোগীর সংখ্যা কমতে কমতে ০.৯৫ শতাংশে পৌঁছেছে। বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৫৬ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ২৯৫ জনের। রবিবার সারাদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪৩,৯৩৮ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৭.৭২ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৩,১৮,১৮১ জন, বিগত ২৪ ঘন্টায় রোগীর সংখ্যা কমেছে ১৩,৯৭৭ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১১,৭৭,৬০৭।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ৩০,২৫৬ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৪ লক্ষ ৭৮ হাজার ৪১৯ জন। ভারতে ৮০.৮৫-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত মোট ৮০,৮৫,৬৮,১৪৪ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৩৭ লক্ষ ৭৮ হাজার ২৯৬ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৯৫ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৪৫,১৩৩ জন (১.৩৩ শতাংশ)।

ভারতে সুস্থতার সংখ্যা বেড়েই চলেছে, রবিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৪৩,৯৩৮ জন। ফলে সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,২৭,১৫,১০৫ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৭২ শতাংশ। কেরলে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে করোনা-আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯,৬৫৩ জন ও মৃত্যু হয়েছে ১৫২ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *