Deputation demanding appointment : ল্যাব টেকনিশিয়ান নিয়োগের দাবীতে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ ল্যাবরটরি টেকনোলজিস্ট নিয়োগ করার দাবিতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে বৃহস্পতিবার অল মেডিকেল ল্যাবরটরি টেকনোলজিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়৷ ডেপুটেশনে পর অল মেডিকেল ল্যাবটারি টেকনোলজিস্ট এসোসিয়েশনের সহ-সম্পাদক সৈকত কুমার রায় জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে রাজ্যের হাসপাতালগুলিতে স্বাস্থ্য দপ্তরে উদ্যোগে ল্যাবরটরি টেকনোলজিস্ট নিয়োগ করা হচ্ছে না৷ ইতিমধ্যে রাজ্যে বেকার ল্যাবরটরি টেকনোলজিস্ট সংখ্যা প্রায় তিন হাজার৷ তারা ল্যাবরটরি টেকনোলজিস্ট উপর ডিপ্লোমা ও মাস্টার ডিগ্রি গ্রহণ করে বাড়িতে বেকার বসে আছেন৷ আর টি আই করে দেখা গেছে রাজ্যে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর গুলোতে প্রচুর পরিমাণে ল্যাবরটরি টেকনোলজিস্টের শূন্যপদ আছে৷


বিষয়টি গত এপ্রিল মাসের ৫ তারিখ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে নিয়োগের দাবি জানানো হয়েছিল৷ দফতরের অধিকর্তা আশ্বাস দিয়েছিলেন বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষের গোচরে নেবেন৷ কিন্তু দীর্ঘ পাঁচ মাস অতিক্রান্ত হতে চলেছে, এখন পর্যন্ত কোন নিয়োগের সিদ্ধান্ত নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর৷ উপরন্তু ২৪ আগস্ট ভলেন্টিয়ার ভাবে কোভিডে নমুনা সংগ্রহের জন্য নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে৷ কিন্তু এতে সন্তুষ্ট নয় রাজ্যের বেকার ল্যাবরটরি টেকনোলজিস্টরা৷ বেকার ল্যাব টেকনিশিয়ানদের দাবি ইতিমধ্যে দপ্তরকে স্থায়ীভাবে শূন্যপদ গুলিতে নিয়োগ করতে হবে বলে জানান তিনি৷ তিনি আরো বলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের অবস্থা করুন৷ রাজ্যের সরকারি ডায়নোস্টিক সেন্টার বেসরকারিকরণ করে নিয়েছে সরকার৷ বাইরের একটি সংস্থার হাতে অধিক মুনাফার স্বার্থে তুলে দিয়েছে৷ কিন্তু বেকার ল্যাবরটরি টেকনোলজিস্টরা তাদের এই ধরনের বঞ্চনা মেনে নিতে পারছে না৷ তাই দ্বিতীয়বার ডেপুটেশন প্রদান করা হয়েছে৷ সরকার যদি ইতিবাচক ভূমিকা গ্রহণ না করে তাহলে তারা আগামী দিনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে বলে জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *