নয়াদিল্লি, ৫ জুলাই : উত্তরপ্রদেশের সম্ভল জেলায় শুক্রবার রাতে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিয়েতে যাওয়ার সময় ওই দুর্ঘটনায় বর সহ মোট আটজন প্রাণ হারান। দুর্ঘটনায় নিহতদের পরিজনদের জন্য প্রধানমন্ত্রী ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন, পাশাপাশি আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার কথাও জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্স হ্যান্ডেল থেকে প্রধানমন্ত্রী লিখেছেন, উত্তরপ্রদেশের সম্ভলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত। যারা প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। প্রতিটি মৃত ব্যক্তির পরিবারের জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
শুক্রবার সন্ধ্যায় সম্ভল জেলার জুনাবাই থানা এলাকার জানতা ইন্টার কলেজের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি বিয়ের বরযাত্রীর দল বোলেরো গাড়িতে করে যাচ্ছিলেন। অতিরিক্ত গতিতে চলা বোলেরোটি নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের দেওয়ালে ধাক্কা মারে। ধাক্কা এতটাই তীব্র ছিল যে গাড়িটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়, যার মধ্যে বরও ছিলেন।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে চিকিৎসার জন্য আলিগড়ে পাঠানো হয়। তবে রাস্তাতেই মারা যান তিনজন রবি, কোমল ও মধু। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় আট। বাকি দুইজনের চিকিৎসা চলছে আলিগড় মেডিকেল কলেজে।
পুলিশ জানিয়েছে, সকল যাত্রীই জুনাবাই থানার অন্তর্গত হরগোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন এবং বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বুদাউন জেলার বিলসি যাচ্ছিলেন। স্থানীয়দের অভিযোগ, গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল, যার ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সম্ভল জেলার পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিশ্নোই ও অতিরিক্ত পুলিশ সুপার অনুকৃতি শর্মা। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়েছিল এবং জেসিবি মেশিনের সাহায্যে গাড়ির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে হয়েছে।
ঘটনাটি বিয়ের আনন্দ মুহূর্তকে এক মর্মান্তিক ট্র্যাজেডিতে পরিণত করেছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে এবং আহতদের দ্রুত চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।