আগরতলা, ১৬ জুন : রাজন্য আমলের স্মৃতি ধ্বংস করতে চাইছে বিজেপি। আজ প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস আদিবাসী কমিটির চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া। পাশাপাশি বিভিন্ন ইস্যুতে তিপরা মথা সুপ্রিম প্রদ্যোত কিশোর দেববর্মণের তীব্র নিন্দা করেন তিনি।
প্রসঙ্গত, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আদিবাসী কমিটি জনজাতিদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মুখ্য সচিবের কাছে যে চিঠি প্রেরণ করেছিল তা নিয়ে সোমবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আদিবাসী কমিটির চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া। পাশাপাশি বিভিন্ন ইস্যুতে তিপরা মথা সুপ্রিম প্রদ্যুত কিশোর দেববর্মণের তীব্র নিন্দা করেন তিনি।
এদিন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেবর্বমণের বিভিন্ন ইস্যুতে আন্দোলন পরবর্তীতে চুপ করে যাওয়া নিয়ে সরব হলেন শব্দ কুমার জমাতিয়া। তাঁর কথায়, সিএএ আন্দোলন হোক অথবা পুষ্পবন্ত প্যালেস অথবা বাংলাদেশি বিতরণই হোক না কেন, তিনি প্রতিটা ইস্যুতে আন্দোলন শুরু করে কেন সেখান থেকে সরে আসেন, প্রশ্ন তুললেন তিনি। সেই ব্যাপারে চিঠিও দিলেন প্রদ্যোতকে তিনি।
তাঁর কথায়, পুরোনো রাজভবনে পাঁচতারা হোটেল নির্মাণের রাজ্য সরকারের সিদ্ধান্তে বিরোধীতা করেছিল তিপরা মথা। মথার অভিযোগ ছিল ইতিহাস মুছার চেষ্টা করছে বিজেপি সরকার। আগরতলার পুরাতন রাজবাড়ীটিকে তাজ হোটেল সংস্থার কাছে তুলে দিতে চাইছে সরকার। কিন্তু ইতিহাস মুছে উন্নয়ন কোনোদিনই সম্ভব নয়। তাহলে রাজ্য সরকারের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর এবিষয়ে নিয়ে রাজ্যবাসী আন্দোলন দেখেননি। সব বিষয় নিয়ে তিনি প্রদ্যোত কিশোর দেবর্বমণকে চিঠি দিয়েছিলেন বলে জানান।