আগরতলা, ১৬ জুন : নাকা চেকিংয়ের সময় গাড়িতে তল্লাশি চালিয়ে ৭০,০০০ বার্মিজ সিগারেট উদ্ধার করে ধর্মনগর থানার পুলিশ। সাথে তিন যুবককে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সিগারেট চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে, বলে জানান পুলিশ অফিসার সুলেমান রিয়াং।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে ধর্মনগর থানার অন্তর্গত আনন্দবাজার এসপিও ক্যাম্পের নাকা চেকিং পয়েন্টে টিআর০৫জি০৫৯৭ নম্বরের একটি বিলাসবহুল গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ি থেকে ৯ কার্টুনে ৯০ হাজার সিগারেট উদ্ধার করা হয়।
কিন্তু পুলিশ অফিসার সুলেমান রিয়াং জানান সাতটি কার্টুনে মোট ৭০,০০০ বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়। ধর্মনগর থানার রাত্রিকালীন ডিউটিতে থাকা পুলিশ অফিসার সোলেমান রিয়াং ঘটনাস্থলে পৌঁছে গাড়ি ও সিগারেটসহ তিন যুবককে আটক করেন।
আটককৃতরা হলেন দামছড়া এলাকার সৌরভ সিনহা, পানিসাগরের চামটিলা এলাকার প্রকাশ দেবনাথ ও বিশ্বজিৎ দেবনাথ। ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত সিগারেটের মোট পরিমাণ সাতটি কার্টুন, যার প্রতিটিতে ১০,০০০ করে সিগারেট রয়েছে। এই ঘটনাটি উত্তর ত্রিপুরা জেলায় বার্মিজ সিগারেট চোরাচালানের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ বলে জানা যায়।
এর আগে, মার্চ মাসে রাজনগর এলাকায় একটি গাড়ি দুর্ঘটনার পর ৪০ কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়েছিল। তবে সে সময় কোনো গ্রেফতার হয়নি। পরে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়, যাদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ রয়েছে। ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সিগারেট চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।